দু’দশক বাদে মুম্বইতে কনসার্ট করতে আসছেন ‘গ্লোবাল স্টার’ এনরিক ইগলেসিয়াস। আর সেই সুবাদেই বর্তমানে মায়ানগরীর সঙ্গীতপ্রেমীদের, বলা ভালো এনরিক-প্রেমীদের ‘অ্যাড্রিনালিন রাশ’ তুঙ্গে! বলিউড মাধ্যম সূত্রে খবর, এনরিকের কনসার্টে কিয়ারা আডবানি, করিশ্মা-করিনা, রণবীর সিং, দীপিকা-সহ বলিপাড়ার একাধিক প্রথম সারির তারকামুখের ভিড় থাকবে।
বলিউডের বাকি সেলেবরা যখন এনরিকের টানে কনসার্টের টিকিট বুক করতে ব্যস্ত, তখন লাতিন সঙ্গীতশিল্পী মজে বাদশাপ্রেমে। খবর, মুম্বইয়ে এসে শাহরুখ খানের সঙ্গে দেখা করবেন এনরিক ইগলেসিয়াস। শুধু তাই নয়, মায়ানগরীর কনসার্ট হিট করাতে সুপারস্টার গায়ক নাকি ‘ব্লকবাস্টার’ সব পরিকল্পনা ছকে ফেলেছেন।
আগামী ২৯ এবং ৩০ অক্টোবর, বান্দ্রার কুর্লা কমপ্লেক্সের এমএমআরডিএ গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে চলেছে এনরিক ইগলেসিয়াসের কনসার্ট। ‘দ্য হিরো’, ‘বায়লামোস’-এর মতো সুপারহিট গান উপহার দেওয়া গায়কের লাইভ অনুষ্ঠান দেখার জন্য মুখিয়ে রয়েছেন খোদ বিটাউনের তারকারাও। খবর, ভিআইপি টিকিটের দামই শুরু হচ্ছে ১৪-১৫ হাজার টাকা থেকে। অন্যদিকে সাধারণ টিকিটও অগ্নিমূল্য! ৭ হাজার টাকায় বিকোচ্ছে। তবে এনরিক অনুরাগীরা কার্পণ্য করতে নারাজ। তাই হুড়মুড়িয়ে বিক্রি হচ্ছে কনসার্টের সব টিকিট। এমতাবস্থায় জানা গেল, দু’ দিনব্যাপী কনসার্টের অবসরে শাহরুখ খানের সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে রয়েছেন এনরিক ইগলেসিয়াস। শুধু বলিউড সুপারস্টার নয়, কিং খানের গোটা পরিবারের সঙ্গেই দেখা করবেন খ্যাতনামা লাতিন গায়ক।
গুঞ্জন, এড শিরিনের মতো এনরিককেও নিজের বাড়িতে আমন্ত্রণ জানিয়েছেন বাদশা। সেই সাক্ষাৎ পর্বে হাজির থাকছেন গৌরী খান, আরিয়ান-সুহানা এবং অ্যাব্রাম। জানা গেল, একুশ বছর বাদে ভারতে পা রাখবেন বলে তাঁকে স্বাগত জানাতে কোনওরকম খামতি রাখছেন না কনসার্ট উদ্যোক্তারা। খানাপিনারও এলাহি আয়োজন। ‘ওয়েলকাম মেনু’তে রয়েছে বাটার চিকেন, আসলু পরোটার মতো একাধিক ‘দেশি পদ’। তবে এনরিক নাকি রাজমা চাওল, বড়া পাও চেখে দেখার ইচ্ছেপ্রকাশ করেছেন। আবদার মাফিক সেসবও থাকছে মেনুতে। ঘুরে দেখবেন মুম্বইয়ের কোলাবা কসওয়ে, সিদ্ধিবিনায়ক মন্দির থেকে গান্ধি মিউজিয়ামের মতো একাধিক জায়গাও। এবার জল্পনা সত্যি করে সপরিবার কিং খানের সঙ্গে যদি এনরিককে একফ্রেমে পাওয়া যায়, তাহলে অনুরাগীদের জন্য যে সেটা উপরি পাওনা, তা বলাই বাহুল্য।
এসএন