একের পর এক ছবিতে নয়া অবতারে ধরা দিচ্ছেন রশ্মিকা মন্দানা। দর্শকের কাছে যদিও তিনি 'ন্যাশনাল ক্রাশ'। দক্ষিণী ছবির পাশাপাশি সমানতালে বলিউডের ছবিতেও রশ্মিকার অভিনয় দর্শকের মনে জাদু সৃষ্টি করছে। শুধু তাই নয়, সাম্প্রতিককালে মুক্তিপ্রাপ্ত তাঁর ছবি 'থামা'ও বেশ ভালো ব্যবসা করছে বক্স অফিসে। দেখে নিন রশ্মিকার ফিল্মি কেরিয়ারে কোন ছবিগুলি ব্যবসার নিরিখে তুমুল সাফল্য পেয়েছে।
আল্লু অর্জুনের সঙ্গে পুষ্পা ছবিতে বিশেষভাবে নজর কাড়েন রশ্মিকা। ছবিতে সিংহভাগ জুড়ে ছিল নায়কেরই উপস্থিতি। তবে তার মাঝেও রশ্মিকা তাঁর অভিনয় ও পারফরম্যান্সের মাধ্যমে দর্শকের মনে বিশেষ জায়গা অর্জন করে নেন। ওপেনিং শোতেই এই ছবি ভারতে ৪৪ কোটির ব্যবসা করেছিল।
'অ্যানিম্যাল' ছবিতেও নায়ক রণবীরই ছিলেন ছবির মধ্যমণি। কিন্তু সেই ছবিতেও রশ্মিকার অভিনয় বিশেষভাবে প্রশংসা পেয়েছিল। ভারতে প্রথম দিনে এই ছবির বক্স অফিস কালেকশন হয়েছিল ৭৬.১ কোটি টাকা।
'পুষ্পা'র পর 'পুষ্পা ২' ছবিতেও নজর কেড়েছিলেন রশ্মিকা। বিশেষ করে এই ছবিতে তাঁর ও আল্লুর 'শ্রীবল্লী' গানটি বিশেষ জনপ্রিয়তা পায়। প্রথমদিনে ভারতে এই ছবির বক্স অফিস কালেকশন ছিল ১৬৫ কোটি টাকা।
রশ্মিকার প্রথম ইতিহাস নির্ভর ছবি 'ছাবা'তে। এই ছবিতে ভিকি কৌশলের বিপরীতে মহারানি যেশুবাইয়ের চরিত্রে নজর কেড়েছিলেন নায়িকা। এদেশে প্রথম দিনে এই ছবি ব্যাবসা করছিল ৩৩.১০ কোটির।
সলমনের বিপরীতে প্রধান চরিত্রে 'সিকন্দর' ছবিতে অভিনয় করেছেন রশ্মিকা। এই ছবি সেই অর্থে দর্শকের মনে ছাপ ফেলতে না পারলেও বলিউডের সুপারস্টারের সঙ্গে অভিনয়ের দৌড়ে বেশ অনেকটাই এগিয়ে রয়েছেন নায়িকা। এই ছবির প্রথম দিনের বক্স অফিস কালেকশন হয়ছিল ভারতে ২৬ কোটি টাকা।
রশ্মিকার সাম্প্রতিককালে মুক্তিপ্রাপ্ত 'ম্যাডক হরর কমেডি ইউনিভার্স'র নতুন ছবি 'থামা'তে এক্কেবারে অন্য রূপে ধরা দিয়েছেন রশ্মিকা। এই ছবিতে আয়ুষ্মান খুরানার বিপরীতে অলৌকিক শক্তিধর চরিত্রে দেখা গিয়েছে রশ্মিকাকে। ভারতে প্রথমদিনে এই ছবি প্রায় ২৬ কোটির ব্যবসা করেছে।
এসএন