গুঞ্জন ছড়িয়েছে, শাকিব খানের আসন্ন সিনেমার জন্য বাংলাদেশি কারেন্সিতে ৩০ লাখের বেশি পারিশ্রমিক চেয়েছেন ওপার বাংলার নায়িকা ইধিকা পাল। বিষয়টিকে পুরোপুরি ভিত্তিহীন বলে জানিয়েছেন ছবির পরিচালক আবু হায়াত মাহমুদ।
এ বিষয়ে ‘প্রিন্স’ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান ‘ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস’ একটি ঘোষণা দিয়ে জানিয়েছে, ‘প্রিন্স: ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’ সিনেমাতে মেগাস্টার শাকিব খান ছাড়া অন্য আর্টিস্টদের নাম আমরা ঘোষণা করিনি। মৌখিকভাবে অনেকের সঙ্গে আলাপ-আলোচনা হলেও কারো সঙ্গে লিখিত চুক্তি হয়নি। তার আগেই চূড়ান্ত না হওয়া শিল্পী ও তাদের পারিশ্রমিক নিয়ে বেশ কিছু সংবাদমাধ্যমে সম্প্রতি প্রকাশিত নিউজ আমাদের নজরে এসেছে, যা ভিত্তিহীন এবং প্রযোজনা প্রতিষ্ঠানের জন্য বিব্রতকর।
শিল্পী ও সিনেমা সম্পর্কিত সবকিছু অফিশিয়ালি জানাবে বলে পোস্টে উল্লেখ করেছে ক্রিয়েটিভ ল্যান্ড। পাশাপাশি শুরু থেকে ‘প্রিন্স’ সিনেমা নিয়ে সংবাদকর্মী থেকে দর্শকদের আগ্রহ ও সমর্থন মুগ্ধতা জানিয়ে ধন্যবাদ জ্ঞাপন করেছে ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস।
পরিচালক বলেন, ডিসেম্বরে আমরা শুটিংয়ে যাবো। শাকিব ভাই ছাড়া অন্য গুরুত্বপূর্ণ চরিত্রের শিল্পীদের সঙ্গে আলাপ করা হয়েছে। তবে লিখিতভাবে চুক্তিবদ্ধ করা হয়নি। কিন্তু তার আগেই পারিশ্রমিক নিয়ে যেভাবে আলোচনা করা হচ্ছে তা আমাদের পুরো টিমের জন্য বিব্রতকর।
এ বিষয়ে হায়াত বলেন,“ হ্যাঁ, আমরা এটা বুঝি যে আমাদের সিনেমা নিয়ে সবার আগ্রহ বেশি এজন্য হয়তো এগুলো হচ্ছে। তবুও এতে আমরা বিব্রতকর অবস্থায় পড়ছি।”
শিরিন সুলতানার প্রযোজনায় প্রিন্স-এ থাকছেন তিন নায়িকা। এর মধ্যে দুটি পরিচিত মুখ আর একটি চরিত্রে লঞ্চ করা হবে নতুন মুখ। গল্প লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন, চিত্রনাট্য ও সংলাপ সুমন ও মোহাম্মদ নাজিম উদ্দিন। আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি।
এমকে/টিএ