টলিউডের জনপ্রিয় অভিনেত্রী পাওলি দাম সম্প্রতি ‘বো-ল্ড’ সংক্রান্ত তার দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন। তিনি বলেন, “‘বো-ল্ড’ একটা টার্মিনোলজি। নিজেদের সুবিধের জন্য এগুলো আমরা নিয়ে এসেছি। ‘বো-ল্ড’ শুধু পোশাকে হয় না। ভাবনাচিন্তায়ও হয়।”
পাওলির মতে, একজন মানুষের সাহসিকতা, সিদ্ধান্ত এবং চিন্তাধারা এসবই তাকে সত্যিকার অর্থে ‘বো-ল্ড’ করে। তিনি আরও বলেন, বাইরের চেহারা বা ফ্যাশন শুধু বাহ্যিক দৃশ্যই দেখায়, কিন্তু ভেতরের সাহসিকতা ও চিন্তাভাবনা মানুষের আসল শক্তি।
এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় তার ভক্তরা ইতিমধ্যেই আলোচনায় মেতে উঠেছেন। অনেকেই বলছেন, পাওলির এই বক্তব্য নতুন প্রজন্মকে নিজের ভাবনাচিন্তা ও মনোবল বিকাশে অনুপ্রাণিত করবে।
এমকে/এসএন