অভিনেত্রী রাশমিকা মান্দানা সম্প্রতি তার ব্যক্তিগত অনুভূতি শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন, এখনো মা না হয়েও তিনি যেন তার অনাগত সন্তানদের অনুভব করতে পারেন। রাশমিকা বলেন, “আমার যে সন্তান জন্ম নেয়নি, মনে হয় তাদের জন্য সব করতে পারি। একেবারে সুরক্ষিত রাখতে চাই তাদের।”             
        
তার এই বক্তব্যে মা হওয়ার আকাঙ্ক্ষা এবং সন্তানকে ঘিরে মাতৃত্বের অনুভূতি স্পষ্ট। ফ্যানরা তার এই প্রকাশকে অত্যন্ত মানবিক ও হৃদয়স্পর্শী হিসেবে দেখছেন।
রাশমিকার জীবনে পারিবারিক ও মাতৃত্বভিত্তিক এই ভাবনা তার ব্যক্তিগত জীবন এবং ফ্যানদের সঙ্গে সম্পর্কের নতুন মাত্রা যোগ করেছে।
এমকে/এসএন