বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জুলাই সনদকে একটি সাংবিধানিক আইনিভাবে বৈধতা দিতে সব দলের সঙ্গে বারবার বৈঠক হয়েছে। তবে সংস্কার নিয়ে সব দলের ঐক্যবদ্ধ থাকলেও বিএনপি হঠাৎ উল্টে গেছে। তারা অন্যায়ভাবে এ সরকারের ওপর চাপ প্রয়োগ করছে, তারা সংস্কার মানে না। সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, তারা এখন আরপিও মানে না। তারা সংস্কার মানে না। এখন বিএনপি বলছে, গণভোট ও নির্বাচন একইদিনে হতে হবে। তারা এখন তালের রস, আমের রস একসঙ্গে করে ফেলেছে। বিএনপি’র বর্তমান ভূমিকা ফেব্রুয়ারির নির্বাচনকে ঝুঁকিতে ফেলে দিয়েছে। গতকাল কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ অডিটোরিয়ামে চৌদ্দগ্রামের সকল কেন্দ্র পরিচালকদের নিয়ে সমাবেশ শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
ডা. তাহের বলেন, যদি নির্বাচন না হয়, তাহলে যারা পালিয়ে গিয়ে ভারতে বসে ষড়যন্ত্র করছে, তারাই একটা সুযোগ নিবে। বিগত সরকারের যে বাংলাদেশ, সংস্কারবিহীন যে বাংলাদেশ, মনে হয় যেন বিএনপি সেই জায়গায় ফিরে যেতে চায়। বাংলাদেশকে আওয়ামী জাহেলিয়াতের দিকে ফিরে যেতে এদেশের মানুষ দেবে না।
জামায়াতের নায়েবে আমীর আরও বলেন, সরকারের সিদ্ধান্ত থেকে যদি সরকার সরে যায়, তাহলে এটা পরিষ্কার হবে যে সরকার আর নিরপেক্ষ নেই। এ সরকার যদি নিরপেক্ষতা হারায় এবং কোনো দলের প্রতি যদি তাদের আনুগত্য প্রকাশ করে, তাহলে এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের আশঙ্কা তৈরি হবে। তিনি আরও বলেন, আরপিও পদ্ধতি, রাষ্ট্র সংস্কার ও গণভোট বিএনপি কিছুই মানছে না। বিএনপি বিগত সরকারের পথেই হাঁটছেন। জাতীয় নির্বাচন ও গণভোট করা সরকার যদি অপকৌশল করে জনগণ আন্দোলনের প্রস্তুতি নিবে। এ ছাড়া সরকার যদি তার নিরপেক্ষতা হারায় তাহলে এদেশের মানুষ এই সরকারের প্রতি আস্থা রাখবে না। দেশের জনগণ আন্দোলনে নামবে।
উপজেলা জামায়াতের আমীর মু. মাহফুজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা অঞ্চল টিম সদস্য ও সাবেক জেলা আমীর আব্দুস সাত্তার, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর মোহাম্মদ শাহজাহান এডভোকেট, কুমিল্লা মহানগরী জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ-সভাপতি মজিবুর রহমান ভূঁইয়া, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন। উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইনের পরিচালনায় উপস্থিত ছিলেন- চৌদ্দগ্রাম পৌরসভা আমীর মাওলানা ইব্রাহীম, জামায়াত নেতা আয়ুব আলী ফরায়েজী, সাবেক চৌদ্দগ্রাম উপজেলা দক্ষিণ আমীর শাহ মিজানুর রহমান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুর রহিম, পৌরসভা জামায়াতের সেক্রেটারি, মোশাররফ হোসেন ওপেল প্রমুখ।
আইকে/টিএ