নির্বাচন কমিশনের সিদ্ধান্ত স্বেচ্ছাচারী ও ব্যক্তি নির্ভর : হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, নির্বাচন কমিশনের ব্যক্তি-নির্ভর স্বেচ্ছাচারী সিদ্ধান্ত আমরা দেখেছি। শুরু থেকেই বলেছি, নির্বাচন কমিশনের কোনো সুস্পষ্ট নীতিমালা নেই। কোন নীতির ভিত্তিতে এখন শাপলা কলিকে অন্তর্ভুক্ত করেছে, তা কি তারা ব্যাখ্যা করেছে? আবার কোন নীতিমালার কারণে শাপলাকে অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্ত নিয়েছিল, সেটাও বলেনি। অন্য দলগুলোর প্রতীক বরাদ্দের ক্ষেত্রেও কোনো ব্যাখ্যা দেয়নি।

শনিবার (১ নভেম্বর) বেলা ১১টায় বরগুনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বরগুনা জেলা শাখার সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, আমার মনে হয় নির্বাচন কমিশনে একাধিক পক্ষের প্রভাব রয়েছে। ৫ আগস্টের পর গঠিত নির্বাচন কমিশনে বিএনপি, জামায়াত ও সেনাবাহিনীর প্রতিনিধিত্ব রয়েছে বলে শোনা যাচ্ছে। অর্থাৎ কমিশনকে ভাগাভাগি করে নেওয়া হয়েছে। বিএনপি-সমর্থিত কমিশনাররা বিএনপির, জামায়াত-সমর্থিতরা জামায়াতের, আর সেনাবাহিনীর ঘনিষ্ঠরা তাদের পক্ষেই কাজ করছেন। অথচ আওয়ামী লীগের অসংখ্য সরকারি চাকরিজীবীর বিষয়ে কমিশন কোনো সিদ্ধান্ত নেয়নি।

তিনি বলেন, আমরা এনসিপি আমাদের অবস্থানে অটল। কমিশন নিজের মতো করে স্বেচ্ছাচারী সিদ্ধান্ত নিচ্ছে। সংস্কার ও আমাদের প্রতীক শাপলা নিয়ে আমরা সবসময় একই অবস্থানে আছি। যদি শাপলা প্রতীক না দেওয়া হয়, তবে আইনগতভাবে লিখিত ব্যাখ্যা দিতে হবে। কিন্তু কমিশন বলেছে, কেন শাপলা দেওয়া হবে না- এর কোনো ব্যাখ্যা নেই। ব্যাখ্যা বিহীন রাষ্ট্র ৫ আগস্টের আগে শেখ হাসিনা পরিচালনা করতেন। এখন যদি কমিশন মনে করে তারাও জবাবদিহিহীন সিদ্ধান্ত নেবে, সেটা মানা সম্ভব নয়।

রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, ইসলামিক ও অইসলামিক দল হিসেবে বিভাজনের পক্ষে আমি না। এখন দলগুলোর মধ্যে মূল বিভাজন সংস্কারপন্থী ও সংস্কারবিরোধী অবস্থানে। মনে হচ্ছে, বাংলাদেশে এখন দুটি শিবির- একটি সংস্কারের পক্ষে, অন্যটি বিপক্ষে।

বিএনপির জুলাই সনদে স্বাক্ষর বদলের দাবির বিষয়ে হাসনাত বলেন, আমরা বলেছিলাম, স্বাক্ষরের আগে আমাদের সেই সনদ দেখাতে হবে। তারা না দেখে স্বাক্ষর করেছে- এটা কি উচিত ছিল? আমরা না দেখে স্বাক্ষর করিনি, তাই আমাদের দোষারোপ করা হয়েছিল। কিন্তু এখন তারাই আমাদের অবস্থানে এসেছে। আমরা বলেছিলাম, জুলাই সনদ ও তার বাস্তবায়ন প্রক্রিয়া জাতির সামনে প্রকাশ করতে হবে, তারপরই স্বাক্ষর করা সম্ভব।

বিএনপির সঙ্গে জোট গঠনের গুঞ্জন সম্পর্কে তিনি বলেন, বিএনপির সঙ্গে জোট হয়েছে বা হবে- এমন কিছু আমি জানি না। তবে যারা সংস্কারের পক্ষে থাকবে, তারা চাইলে আমাদের সঙ্গে আসতে পারে। আমরা সংস্কারপন্থীদের নিয়েই ভাবছি।

বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব কি না- এমন প্রশ্নের জবাবে হাসনাত বলেন, কমিশনের বর্তমান প্রস্তুতি ও অভ্যন্তরীণ বিভাজন দেখে মনে হয়, তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন থেকেই যাবে। এটি জনগণের পর্যবেক্ষণের বিষয়।

সমন্বয় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন, এনসিপির যুগ্ম সদস্য সচিব ও শিক্ষা ও গবেষণা সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত।

এমকে/টিকে

Share this news on:

সর্বশেষ

img
শিক্ষার্থীদের কাছে নূরের ক্ষমা চাওয়ার আহ্বান জবি শিবির সেক্রেটারির Nov 02, 2025
img
বিনিয়োগ সম্ভাবনা যাচাইয়ে রাজধানীতে আন্তর্জাতিক প্রতিনিধি দল Nov 02, 2025
img
আর্সেনালের নির্ভার জয়, হোঁচট খেলো ম্যানইউ Nov 02, 2025
img
যেকোনো মূল্যে বাংলাদেশকে হারাতে চায় ভারত Nov 02, 2025
img
প্রোটিয়াদের ৪ উইকেটে হারিয়ে সিরিজ জয় পাকিস্তানের Nov 02, 2025
img
রোববার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করবে এনসিপি Nov 02, 2025
img
যুবদল নেতা নয়নের চাঁদাবাজির টাকা নিয়ে গণভোট করা সম্ভব : নাসীরুদ্দীন পাটওয়ারী Nov 02, 2025
img
২০০ যাত্রী নিয়ে ডুবোচরে আটকে গেল লঞ্চ Nov 02, 2025
img
ঢাবি শিক্ষিকাকে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মশাল মিছিল Nov 02, 2025
img
দেশে নতুন প্রতারকের জন্ম হয়েছে : কায়সার কামাল Nov 02, 2025
img
চ্যাম্পিয়ন হলে রোহিত-কোহলিদের সমান বোনাস পাবেন ভারতের মেয়েরা Nov 02, 2025
img
অন্তর্জালে অমির ‘১২ মাস’, নেটিজেনদের প্রশংসায় ভাসছেন অমি Nov 02, 2025
img
‘নোট অব ডিসেন্ট’ দিয়ে বিএনপি সংস্কারবিরোধী অবস্থান নিয়েছে : সাদিক কায়েম Nov 02, 2025
img
কিছু রাজনৈতিক দল নির্বাচন ব্যাহত করার ষড়যন্ত্রে লিপ্ত : রোকন উদ্দীন Nov 02, 2025
img
নিকোলের সঙ্গে বিচ্ছেদের খবর স্বীকার করলেন ইয়ামাল, দাবি স্প্যানিশ সাংবাদিকের Nov 01, 2025
img
সুষ্ঠুভাবে কাজ শেষ করায় ঐকমত্য কমিশনকে প্রধান উপদেষ্টার অভিনন্দন Nov 01, 2025
img
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আ. লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১৩ Nov 01, 2025
img
জাতীয় নির্বাচন ঘিরে মোতায়েন থাকবে যৌথ বাহিনীর ৯৪ হাজার সদস্য Nov 01, 2025
img
জাতীয় পার্টির রাজনীতিতে আ. লীগের প্রভাব ছিল : শামীম হায়দার Nov 01, 2025
img
সকাল ৯টার মধ্যে ঢাকাসহ দেশের ১১ জেলায় ঝড়ের আভাস Nov 01, 2025