বাংলা বিনোদন দুনিয়ায় সম্প্রতি আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী সন্দীপ্তা সেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক সংক্ষিপ্ত কিন্তু গভীর পোস্টে তিনি লিখেছেন, “ইন্ডাস্ট্রিতে টিকে থাকা কঠিন নয়। যদি মাটির উপর পা রেখে চলা যায়। একটু বিখ্যাত হলে যদি পাখা গজিয়ে যায়, যদি কেউ উড়তে থাকে, তখন তা কঠিন হয়ে যায়।”
মাত্র কয়েকটি লাইনে তিনি যেন তুলে ধরেছেন তার দীর্ঘদিনের অভিনয়জীবনের অভিজ্ঞতা। বিনোদন জগতে আলো ও খ্যাতির ঝলক যত দ্রুত আসে, তত দ্রুতই হারিয়েও যায়—যদি শিল্পী হারান বিনয় ও বাস্তবতার স্পর্শ।
সন্দীপ্তার এই পোস্ট মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। সহকর্মী ও ভক্তরা মন্তব্যে জানান, এটি শুধু একটি স্ট্যাটাস নয়, বরং পুরো ইন্ডাস্ট্রির এক বাস্তব চিত্র। কেউ লিখেছেন, “খ্যাতির পেছনে ছুটে নয়, মাটিতে দাঁড়িয়েই তারকা হওয়া যায়।” আবার কেউ বলেছেন, “এ যেন অভিজ্ঞতার মর্মভেদী কথা।”
কলকাতার জনপ্রিয় ধারাবাহিক ও ওয়েব সিরিজে নিয়মিত অভিনয় করছেন সন্দীপ্তা। প্রায় দুই দশক ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত এই শিল্পী নিজের অবস্থান ধরে রেখেছেন পরিশ্রম ও সংযমের মাধ্যমে। তাই তাঁর এই মন্তব্য অনেকের কাছেই হয়ে উঠেছে এক প্রকার শিক্ষা।
বিনোদন অঙ্গনের অভ্যন্তরে কাজ করা অনেকেই মনে করেন, নতুন প্রজন্মের শিল্পীদের জন্য সন্দীপ্তার এই বার্তা দিকনির্দেশনামূলক। কারণ জনপ্রিয়তা টিকে থাকে কাজের মানে, নয় আত্মগর্বে।
আরপি/টিকে