মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, প্রেসিডেন্ট হিসেবে ভেনিজুয়েলার নিকোলাস মাদুরোর দিন শেষ। তবে, দক্ষিণ আমেরিকার দেশটির বিরুদ্ধে আসন্ন যুদ্ধের আশঙ্কাকে তিনি উড়িয়ে দিয়েছেন।
এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। রবিবার প্রকাশিত সিবিএস-এর এক সাক্ষাৎকারে প্রেসিডেন্টর এই মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন, মার্কিন যুক্তরাষ্ট্র ক্যারিবীয় অঞ্চলে সামরিক ইউনিট মোতায়েন করেছে।
এ ছাড়া মাদক পাচারকারী জাহাজের ওপর একাধিক হামলা চালিয়ে কয়েক ডজন লোককে হত্যা করেছে।
যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছে কি না প্রশ্নে তিনি বলেন, ‘আমার তা মনে হয় না। আমার এ বিষয়ে সন্দেহ আছে।’ যখন জিজ্ঞাসা করা হয়েছিল মাদুরোর রাষ্ট্রপতি হিসেবে দিন শেষ হয়ে গেছে? ট্রাম্প উত্তর দিয়েছিলেন, ‘আমি হ্যাঁ বলব।
আমার মনে হয়, হ্যাঁ।’
মাদুরোর অভিযোগ, মাদক পাচারের অজুহাত তুলে ভেনেজুয়েলার তেল দখলের উদ্দেশ্যে ওয়াশিংটন কারাকাসে শাসন পরিবর্তনের চাপ দিচ্ছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ক্যারিবিয়ান এবং প্রশান্ত মহাসাগরে নৌকায় ১৫ টিরও বেশি মার্কিন হামলায় কমপক্ষে ৬৫ জন নিহত হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, সেপ্টেম্বরের শুরুতে শুরু হওয়া এই হামলাগুলো বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সমান।
যদিও পাচারকারীদের লক্ষ্য করে করা হয়ে থাকে। তবে ওয়াশিংটন এখনও পর্যন্ত এমন কোনো প্রমাণ প্রকাশ করেনি, যা প্রমান করে নৌকাগুলো মাদক পাচার করছিল বা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য হুমকি ছিল।
সূত্র : ফ্রান্স ২৪
এমকে/এসএন