জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের প্রতি নারীর দৃষ্টিভঙ্গি নিয়ে একটি খোলামেলা মন্তব্য করেছেন। তিনি লিখেছেন, মেয়েরাই মেয়েদের সবচেয়ে বড় সমালোচক হয়ে ওঠেন। অথচ এক নারী যদি আরেক নারীর কষ্ট মন দিয়ে শোনেন, তাতেই অনেক সমস্যা সহজেই লঘু হয়ে যায়।
এই বক্তব্য ইতোমধ্যেই আলোচনার জন্ম দিয়েছে। অনেকে তার এই মতামতের সঙ্গে একমত প্রকাশ করে মন্তব্য করেছেন, নারী হয়ে নারীর পাশে দাঁড়ানোর এই বার্তা আজকের সমাজে বিশেষভাবে প্রয়োজনীয়।
দীর্ঘদিন ধরে অভিনয়ে নিয়মিত প্রিয়াঙ্কা সরকার। টেলিভিশন নাটক থেকে শুরু করে ওটিটি প্ল্যাটফর্ম সব জায়গাতেই তার কাজের প্রশংসা পেয়েছে দর্শকদের কাছ থেকে। তবে অভিনয়ের বাইরেও সামাজিক ইস্যুতে নিজের মত প্রকাশে তিনি বরাবরই সাহসী। নারীর অবস্থান, পারস্পরিক সম্পর্ক ও সহমর্মিতা নিয়ে তার এই ভাবনা নতুন করে ভাবিয়েছে অনেকে।
প্রিয়াঙ্কা বলেননি কারও বিরুদ্ধে কিছু, বরং ইঙ্গিত করেছেন সমাজে নারীর প্রতি নারীর সহমর্মিতার অভাবের দিকেই। তার এই মন্তব্যকে অনেকেই দেখছেন আত্মসমালোচনা হিসেবে, আবার কেউ কেউ মনে করছেন এটি পরিবর্তনের আহ্বান নারীর পাশে নারী দাঁড়ানোর এক মানবিক আহ্বান।
আরপি/এসএন