যুদ্ধ, ত্যাগ আর আবেগের কাঁচা বাস্তবতা নিয়ে পর্দায় ফিরছে বলিউডের ইতিহাস গড়া দেশপ্রেমের গল্প। ১৯৯৭ সালের ক্লাসিক বর্ডার–এর উত্তরসূরি বর্ডার ২ এখন আনুষ্ঠানিকভাবে নির্মাণাধীন। পরিচালনায় আছেন কেসারিখ্যাত অনুরাগ সিং। মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে ২০২৬ সালের ২২ জানুয়ারি, প্রজাতন্ত্র দিবসের ঠিক আগে।
নির্মাতারা জানিয়েছেন, নতুন এই অধ্যায় হবে এক আবেগঘন দেশাত্মবোধক গল্প—যেখানে সাহস, কর্তব্য আর আত্মত্যাগের মিশেলে গড়ে উঠবে আধুনিক যুগের যুদ্ধের কাহিনি।
প্রায় তিন দশক আগে জেপি দত্তের বর্ডার বলিউডে দেশপ্রেমভিত্তিক সিনেমার ধারা বদলে দিয়েছিল। সেই ঐতিহ্যের উত্তরাধিকার বহন করেই আসছে বর্ডার ২। নির্মাতাদের আশা, নতুন এই ছবি শুধু পুরনো গৌরবকেই স্মরণ করাবে না, বরং বর্তমান প্রজন্মের মনে জাগাবে সেই একই আবেগ ও গর্বের অনুভূতি।
দর্শকদের প্রত্যাশা এখন একটাই—অনুরাগ সিংয়ের হাত ধরে বর্ডার–এর কিংবদন্তি যেন আবারও ফিরে আসে বড় পর্দায়।
এসএন