বক্স অফিসে চমক দেখাচ্ছে হার্শবর্ধন রানে ও সোনম বাজওয়া অভিনীত প্রেমের ট্র্যাজেডি ‘এক দিওয়ানে কি দিওয়ানিয়াত’। মুক্তির তিন সপ্তাহ পার করেও সিনেমাটি এখনো টিকিট বিক্রির তালিকায় দাপট দেখাচ্ছে। সর্বশেষ বুধবার ছবিটি আয় করেছে ১.৪৫ কোটি রুপি, ফলে ভারতে মোট আয় দাঁড়িয়েছে ৬৮.২০ কোটিতে। আগামীকালই সিনেমাটি ৭০ কোটির মাইলফলক ছুঁয়ে ফেলবে বলে ধারণা করা হচ্ছে।
মাইলাপ ঝাভেরির পরিচালনায় নির্মিত এই রোমান্টিক ড্রামাটি মুক্তির সময় বড় বাজেটের একটি ছবির সঙ্গে প্রতিযোগিতায় পড়েছিল। তবু দর্শকের মুখে মুখে প্রশংসা পেয়ে ধীরে ধীরে জায়গা করে নিয়েছে ‘এক দিওয়ানে কি দিওয়ানিয়াত’। মুক্তির তৃতীয় সপ্তাহেও সোমবারের তুলনায় বুধবারে আয় বেড়েছে প্রায় ১০ শতাংশ, যা বলিউডে এখন বিরল ঘটনা।
ছোট শহরের দর্শকদের আগ্রহ, গল্পের আবেগ ও দুই তারকার রসায়ন—সব মিলিয়ে ছবিটি হয়ে উঠেছে বছরের অন্যতম সফল প্রেমের কাহিনি। ট্রেড বিশ্লেষকদের ধারণা, ছবিটির চূড়ান্ত আয় ৭৫ থেকে ৮০ কোটির মধ্যে হতে পারে, যা এটিকে নির্ভয়েই ‘সুপারহিট’ ঘোষণা করবে।
আগামী সপ্তাহে মুক্তি পাচ্ছে ইমরান হাশমি ও ইয়ামি গৌতম অভিনীত ‘হক’। সেটি মুক্তির পর ‘এক দিওয়ানে কি দিওয়ানিয়াত’-এর দৌড় কিছুটা মন্থর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তবু এই সাফল্য হার্শবর্ধন রানেকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে, একজন জনপ্রিয় রোমান্টিক নায়কের জায়গায় স্থায়ীভাবে প্রতিষ্ঠা দিচ্ছে তাকে। সোনম বাজওয়ার জন্যও এটি বলিউডে নতুন আত্মপ্রকাশের প্রতীক—যেখানে আবেগ, ভালোবাসা আর দর্শকের সংযোগ মিলেমিশে তৈরি হয়েছে এক নিখাদ রোমান্সের গল্প।