জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী কীর্তি সুরেশ আবারও ফিরছেন আলোচনার কেন্দ্রে। একসময় দক্ষিণ ভারতের সবচেয়ে ব্যস্ত তারকাদের একজন ছিলেন তিনি, কিন্তু সাম্প্রতিক কয়েক বছরে বড় কোনো হিট না পাওয়ায় কিছুটা নীরব ছিলেন। এবার সেই বিরতি ভেঙে একসঙ্গে ছয়টি ভিন্নধর্মী ছবির মাধ্যমে বড় পর্দায় কামব্যাক করছেন তিনি।
বিয়ের পর জীবনের নতুন অধ্যায়ে কীর্তি এবার মনোযোগ দিচ্ছেন কাজের বৈচিত্র্য ও ধারাবাহিকতায়। তেলুগু, তামিল ও মালয়ালম- তিনটি ভাষাতেই একাধিক প্রজেক্টে যুক্ত হয়েছেন তিনি।
তার আসন্ন ছবিগুলোর মধ্যে রয়েছে- ‘ইল্লাম্মা’, যেখানে তিনি অভিনয় করছেন ‘বালাগাম’ খ্যাত পরিচালক ভেনু ইয়েলডান্ডির তেলুগু গ্রামীণ নাটকে; ‘রাউডি জনার্ধন’, যেখানে তার সহশিল্পী বিজয় দেবরাকোন্ডা; নেটফ্লিক্স প্রযোজিত ঐতিহাসিক নাটক ‘আক্কা’; তামিল অ্যাকশন ঘরানার ছবি ‘রিভলভার রীটা’; পরিচালক মাইস্কিন-এর অনামা কোর্টরুম থ্রিলার এবং মালয়ালম ভাষার অ্যাকশন ড্রামা ‘থোট্টাম’।
সামাজিক নাটক থেকে শুরু করে আইনি থ্রিলার কিংবা অ্যাকশনধর্মী গল্প- প্রতিটি চরিত্রেই কীর্তি সুরেশ নিজেকে নতুনভাবে উপস্থাপনের প্রস্তুতি নিচ্ছেন। এই বহুমাত্রিক রূপান্তর তার ক্যারিয়ারে এক নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে, এবং দর্শকরাও আগ্রহভরে অপেক্ষা করছেন তার এই শক্তিশালী প্রত্যাবর্তনের জন্য।
টিকে/