কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় যুবলীগ নেতা মো. আশরাফুল ইসলাম ওরফে তাইজ উদ্দীনকে (৪৩) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার (৮ নভেম্বর) দুপুরে কিশোরগঞ্জের আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার তাইজ উদ্দীন উপজেলার চরটেকী গ্রামের মো. শামসুদ্দীন কারীর ছেলে। তিনি জাঙ্গালীয়া ইউনিয়ন যুবলীগের সদস্য বলে জানায় পুলিশ।
গতকাল শুক্রবার (৭ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার চরটেকী গ্রামে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে পাকুন্দিয়া থানা পুলিশ।
থানা সূত্র জানায়, গত বছরের ১৭ আগস্ট উপজেলার তালতলী বাজারে আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় শামীম মিয়া নামের একজন বিএনপি কর্মী বাদী হয়ে পাকুন্দিয়া থানায় একটি মামলা করেন। মামলায় ৭৬ জনের নাম উল্লেখ করে এবং ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
এ মামলায় এজাহারভুক্ত ৪৫ নম্বর আসামি তিনি।
বিষয়টি নিশ্চিত করে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন বলেন, উপজেলার তালতলী বাজারে আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় এজাহারভুক্ত আসামি তিনি। আইনানুগ প্রক্রিয়া শেষে আজ শনিবার দুপুরে তাকে কিশোরগঞ্জের আদালতে সোপর্দ করা হয়েছে।
আরপি/টিকে