বলিউডের চিরস্মরণীয় নায়ক ধর্মেন্দ্র বলেছিলেন, “নিয়তি আর কঠোর পরিশ্রম যখন মিলিত হয়, তখনই সাফল্য আসে।” এই কথাটি যেন তার জীবনের প্রতিটি অধ্যায়ের প্রতিফলন। কাঁচা-গড়া গ্রাম থেকে উঠে আসা এই নায়ক শুধু নিজের অভিনয় দক্ষতায় নয়, ব্যক্তিত্ব এবং দৃঢ় সংকল্পে ভারতীয় সিনেমার ইতিহাসে অমর হয়ে আছেন।
ধর্মেন্দ্র বলিউডে এসে দেখিয়েছেন, একরাশ স্বপ্ন আর অবিরাম পরিশ্রমেই বড় রূপান্তর সম্ভব। তার অভিনয়ের বহুমাত্রিকতা, অ্যাকশন দৃশ্য থেকে রোমান্টিক চরিত্র পর্যন্ত, সব ক্ষেত্রেই তিনি নিখুঁততার চেষ্টা করেছেন। এমনকি নতুন প্রজন্মের নায়করা আজও তার শৈলী, দম এবং নিষ্ঠার সামনে তাকিয়ে প্রশংসা ছড়ান।
নায়ক নিজেই মনে করিয়ে দেন যে, কেবল প্রতিভা যথেষ্ট নয়, নিয়মিত পরিশ্রম এবং সঠিক সময়ে সুযোগ পাওয়াই আসল সাফল্যের চাবিকাঠি। দর্শকরা এখনো তার ছবির সেই কিংবদন্তি মুহূর্তগুলো মনে রাখেন, যেখানে পরিশ্রম ও নিয়তির মিলনই চলচ্চিত্রের জাদু সৃষ্টি করেছে।
ধর্মেন্দ্রের জীবন ও দর্শন এখনো নবীন প্রজন্মকে অনুপ্রাণিত করছে। বলিউডের ইতিহাসে তার অবস্থান শুধু অভিনেতা হিসেবে নয়, বরং পরিশ্রম ও নিষ্ঠার প্রতীক হিসেবেও চিরস্থায়ী।
আইকে/টিএ