মসজিদুল হারাম সংলগ্ন এলাকায় নির্মিত হতে যাচ্ছে আরেকটি আকাশচুম্বী টাওয়ার, যার উচ্চতা হবে মক্কার বিখ্যাত ক্লক টাওয়ার ‘আবরাজ আল-বাইত’-এর সমান। কিং সালমান গেটওয়ে প্রজেক্টের অংশ হিসেবে এই বিশাল স্থাপনার নকশা প্রকাশ করেছে সৌদি কর্তৃপক্ষ। শিগগিরই প্রকল্পটির বিস্তারিত ঘোষণা করা হবে বলে জানিয়েছে তারা।
নতুন টাওয়ারটি মসজিদুল হারাম সংলগ্ন এলাকায় নির্মিত হবে, যা মক্কার আকাশরেখায় যুক্ত করবে আরেকটি স্থাপত্য নিদর্শন। এটি হবে ১২ মিলিয়ন বর্গমিটার আয়তনের ‘কিং সালমান গেটওয়ে প্রজেক্ট’-এর অন্যতম প্রধান অংশ। প্রাথমিক নকশা অনুযায়ী, টাওয়ারটির উচ্চতা হবে প্রায় ৬০১ মিটার, যা বর্তমান ক্লক টাওয়ারের সমান।
প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এই ভবনে থাকবে ধর্মীয়, আবাসিক ও বাণিজ্যিক সব সুবিধা। টাওয়ারটিতে নামাজের জায়গা, হোটেল, দর্শনার্থীদের জন্য পর্যবেক্ষণ ডেক এবং কাবা শরিফের সরাসরি দৃশ্য উপভোগের সুযোগও রাখা হবে।
কর্তৃপক্ষ বলছে, এই নতুন প্রকল্পের মাধ্যমে ইসলাম ধর্মের পবিত্রতম স্থান মসজিদুল হারামকে ঘিরে সৌদি আরবের অব্যাহত উন্নয়ন কার্যক্রম আরও গতি পাবে। এতে হজ ও ওমরাহ মৌসুমে আগত লাখ লাখ মুসল্লির জন্য আবাসন ও সুবিধা বৃদ্ধি পাবে।
গত এক দশকে মক্কার অবকাঠামো উন্নয়নে সৌদি সরকার যে ধারাবাহিকতা বজায় রেখেছে, কিং সালমান গেটওয়ে প্রজেক্ট তারই সর্বশেষ সংযোজন।
প্রকল্পের পূর্ণাঙ্গ নকশা, নির্মাণ সময়সীমা ও অন্যান্য বিস্তারিত তথ্য আগামীতে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
টিএম/এসএন