অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি ‘বলিউড নবাগতদের’ ভারতীয় সংগীত ও সংস্কৃতিকে ভালোভাবে বুঝতে শ্রেয়া ঘোষালের গান শোনার পরামর্শ দিয়েছেন। সম্প্রতি ‘ওহ মামা! টেটেমা’ নামক গানে নোরা ও শ্রেয়া একসাথে কণ্ঠস্বর দিয়েছে।
সম্প্রতি এক আমেরিকান পডকাস্টে সংগীতের রানী শ্রেয়া ঘোষালের নান্দনিক কণ্ঠস্বর নিয়ে প্রশংসা করেছেন নোরা ফাতেহি।
পডকাস্টটিতে নোরাকে প্রশ্ন করা হয় বলিউডে নবাগতদের কার গান শোনার পরামর্শ দিবেন তিনি? জবাবে সরাসরি নোরা শ্রেয়ার নাম নেন।
নোরা বলেন, 'শ্রেয়া ঘোষাল একজন আইকন। তিনি বেশ কিছু আইকনিক সিনেমার সবচেয়ে আইকনিক গান গেয়েছে। আমার শোনা সবচেয়ে সুন্দর কণ্ঠস্বর তার। যদি কেউ বলিউডের সংগীত, সংস্কৃতি, চেতনা বুঝতে চায় তাহলে তার শ্রেয়াকে ভালোভাবে জানা উচিত।’
আগস্ট মাসে শ্রেয়ার সাথে নোরার গান 'ওহ মামা! টেটেমা’ প্রকাশিত হয়। গানটি ছিলো বহুমাত্রিক ভাষার এক বৈশ্বিক সংমিশ্রণ। গানটিতে নোরা ও শ্রেয়া ছাড়াও ছিলো তানজানিয়ান সংগীতশিল্পী রায়ভানি। নোরা ফাতেহি গানটিতে নাচের দৃশ্যেও ছিলেন।
নোরা আরও বলেন, গানটিতে শ্রেয়া হিন্দি অংশটি গেয়েছে। আমি বিশ্বাসের সাথে বলতে পারি, কেউ যদি গানে তার অংশটি শুনে তাহলে মুগ্ধ হয়ে যাবে। সে একটি জীবন্ত অটোটিউন। সে যেভাবে গায় তা অসাধারণ।’
নিজের গান নিয়ে নোরা বলেন, ’যখন তারা আমাকে বলল যে আমি তার সাথে গান গাইতে যাচ্ছি, তখন আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমি মিথ্যা বলব না। আমি কণ্ঠশিল্পী নই। আমি মূলত নৃত্যশিল্পী। আমি আবেগ প্রকাশ করি। কিন্তু সে একজন সত্যিকারের কণ্ঠশিল্পী।’
শ্রেয়া ঘোষাল ভারতীয় সংগীত অঙ্গনের অন্যতম কণ্ঠশিল্পী । ভারতীয় সংগীতের সর্বাধিক পুরস্কৃত গায়িকাদের মধ্যে একজন। পাঁচবার সেরা প্লেব্যাক গায়িকার জাতীয় পুরস্কার সহ ৫টি ভিন্ন ভাষায় সেরা প্লেব্যাক গায়িকার ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন তিনি।
নৃত্যশিল্পী হিসেবে শুরু করে অভিনয়ে পা রাখার পর নোরা সম্প্রতি তার গানের দক্ষতাকে আরও উন্নত করে তুলছেন। এই বছর তিনি শ্রেয়া, জেসন ডেরুলো, শেনসিয়া এবং হানি সিংয়ের মতো শিল্পীদের সাথে বেশ কয়েকটি আন্তর্জাতিক একক গানের অংশ হয়েছেন।
এসএন