গানের জগতে কিংবদন্তি সুরকার শচীন দেববর্মনের সৃষ্টির কথা উঠলেই তাঁর সুরের সহজতা ও হৃদয়স্পর্শী আবেদন নিয়ে আলোচনা হয়। তিনি বিশ্বাস করতেন, গান কেবল সংগীতজ্ঞদের জন্য নয়, সাধারণ মানুষের মন ছুঁয়ে যাওয়ার মাধ্যম। সেই ভাবনাই ফুটে উঠেছে শিল্পী শ্রীকান্ত আচার্যের সাম্প্রতিক মন্তব্যে।
শ্রীকান্ত আচার্য জানিয়েছেন, শচীন দেববর্মন সবসময় এমন সুর করতে চাইতেন, যা সহজে মানুষের হৃদয়ে জায়গা করে নেয়। তিনি বলতেন, “গানের এমন সুর করব, যারা শুনবেন তারা তো তানসেন নয়, সাধারণ মানুষ। তারা যাতে গুনগুন করতে পারে।”
এই কথার মধ্যেই যেন লুকিয়ে আছে শচীন দেববর্মনের সৃষ্টিশীল দর্শন—সংগীতের মাধ্যমে মানুষের মন ছোঁয়া, তাদের জীবনের সঙ্গে সুর মেলানো। তাঁর সুরে ভাটিয়ালি, কীর্তন, রবীন্দ্রসংগীত ও লোকসঙ্গীতের এক অনন্য মিশ্রণ ছিল, যা আজও প্রজন্মের পর প্রজন্মের শ্রোতাদের মুগ্ধ করে রাখছে।
শ্রীকান্ত আচার্য মনে করেন, শচীন দেববর্মনের গান আজও প্রাসঙ্গিক, কারণ তাঁর সুরে ছিল মানুষের প্রাণের সুর, জীবনের গল্প ও আবেগের ছোঁয়া। সেই কারণেই হয়তো তাঁর সুর এখনও সহজে মুখে মুখে ফেরে।
ইউটি/টিএ