টলিউডের জনপ্রিয় নায়ক জিৎ আবারও নিজের জীবনদর্শন দিয়ে অনুপ্রেরণা ছড়ালেন ভক্তদের মনে। অভিনয়ে সাফল্যের শিখরে থেকেও তিনি বারবার প্রমাণ করেছেন, তাঁর সাফল্যের মূল রহস্য একটাই-অবিরাম পরিশ্রম ও লক্ষ্যনিষ্ঠা। সম্প্রতি তিনি নিজের সামাজিক মাধ্যমে লিখেছেন, “আমি আমার স্বপ্নকে নিজের লক্ষ্য করিনি। লক্ষ্যকে স্বপ্ন করেছি... আর সেই স্বপ্নকে জড়িয়েই ঘুম থেকে উঠি... কাজে যাই... ফিরি...”
এই সংক্ষিপ্ত বার্তাতেই যেন ধরা পড়েছে জিৎ-এর পুরো যাত্রাপথ। শুরুতে যখন টলিউডে নিজের অবস্থান তৈরি করতে লড়াই করছিলেন, তখন থেকেই তাঁর একাগ্রতা ও পেশার প্রতি ভালোবাসা তাঁকে আজকের অবস্থানে এনেছে। তাঁর কথায় বোঝা যায়, সাফল্য কারও জন্য প্রস্তুত থাকে না-তাকে গড়ে তুলতে হয় নিষ্ঠা, সময় এবং কঠোর পরিশ্রম দিয়ে।
ভক্তরা মন্তব্য করছেন, “জিৎ শুধু একজন তারকা নন, তিনি অনুপ্রেরণার নাম।” অনেক তরুণ তাঁকে নিজেদের জীবনের আদর্শ হিসেবে দেখেন, আর তাঁর এই পোস্ট যেন আরও একবার মনে করিয়ে দিল-স্বপ্ন দেখা যথেষ্ট নয়, তাকে অর্জনের জন্য নিজেকে প্রতিদিন প্রস্তুত করতে হয়।
জিৎ-এর এই বার্তা শুধুমাত্র ব্যক্তিগত উপলব্ধি নয়, বরং এক জীবনদর্শন-যেখানে পরিশ্রমের মধ্যেই স্বপ্নের বাস্তব রূপ খুঁজে পাওয়া যায়।
টিজে/টিএ