আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তানজিয়া জামান মিথিলা। চলতি ‘মিস ইউনিভার্স ২০২৫’ প্রতিযোগিতায় তাকে সমর্থন জানাতে এগিয়ে এসেছেন দেশের তারকারা। সামাজিক যোগাযোগমাধ্যমে মিথিলার জন্য ভোট চেয়েছেন অভিনেত্রী জয়া আহসান, শবনম ফারিয়াসহ অনেকে।
জয়া আহসান তার পোস্টে লেখেন, “আপনি ভোট দিন এবং সবাইকে বিনামূল্যে ভোট দিতে উৎসাহ দিন।"
ভোট দিতে হলে মিস ইউনিভার্স অফিসিয়াল অ্যাপ ডাউনলোড করের তানজিয়া জামান মিথিলা'কে নির্বাচন করতে হবে। প্রতিটি ফ্রি ভোট বাংলাদেশ ও মিথিলার জন্য মূল্যবান- এমনই আহ্বান জানিয়েছেন তারকারা।
এমআর/টিএ