বলিউডের সুপারস্টার সালমান খান আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। সামরিক নাট্যধর্মী নতুন ছবি ‘ব্যাটল অব গালওয়ান’-এর শুটিং শেষে তিনি সম্প্রতি মুম্বাইয়ে ফিরেছেন। বিমানবন্দরে তাঁকে দেখা যায় সম্পূর্ণ নতুন রূপে, ঘন গোঁফ, রুক্ষ দাড়ি আর কালো পোশাকে একেবারে নতুন এক সালমান খান।
কালো ফিট টি-শার্ট ও ক্যাজুয়াল ট্রাউজারে সালমানের উপস্থিতি ছিল দারুণ আত্মবিশ্বাসী ও আকর্ষণীয়। পাশে ছিলেন তাঁর দীর্ঘদিনের নিরাপত্তারক্ষী শেরা। বিমানবন্দরে উপস্থিত ভক্ত ও আলোকচিত্রীদের ভিড় সামলাতে প্রশাসনকেও হিমশিম খেতে হয়। তবুও সালমান স্বভাবসুলভ হাসিতে ভক্তদের অভিবাদন জানান এবং সবার সঙ্গে সৌজন্য বিনিময় করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে তাঁর এই নতুন লুকের ছবি ও ভিডিও। ভক্তরা বলছেন, এটি নাকি সালমানের “সবচেয়ে শক্তিশালী রূপ”। অনেকে মন্তব্য করছেন, দেশপ্রেমের গল্পে সৈনিকের চরিত্রে তাঁকে দেখতে মুখিয়ে আছেন সবাই।
অপুর্ব লাখিয়া পরিচালিত এই ছবিতে সালমান খানের চরিত্রটি এক সাহসী ভারতীয় সেনা অফিসারের। ২০২০ সালের গালওয়ান উপত্যকার সংঘর্ষের ঘটনাকে অবলম্বন করে তৈরি হচ্ছে এই অ্যাকশনধর্মী চলচ্চিত্রটি। দেশপ্রেম, ত্যাগ ও সাহসিকতার গল্পে ভরপুর ছবিটি বলিউডে এক নতুন মাত্রা যোগ করবে বলে আশা করছে সিনেমাপ্রেমীরা।
প্রতিবারের মতো এবারও সালমান প্রমাণ করেছেন, চরিত্রের প্রয়োজনে নিজেকে সম্পূর্ণ নতুনভাবে উপস্থাপন করতে তিনি বরাবরই প্রস্তুত। তাঁর এই নতুন রূপে ভক্তরা যেমন উচ্ছ্বসিত, তেমনি বলিউডের অভ্যন্তরেও শুরু হয়েছে নতুন জল্পনা, ‘ব্যাটল অব গালওয়ান’ কি হবে সালমানের ক্যারিয়ারের আরেকটি মাইলফলক?
এমআর/টিএ