টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী, যিনি তাঁর বলিষ্ঠ মানসিকতা এবং ইতিবাচক জীবনদর্শনের জন্য পরিচিত, সম্প্রতি জীবনের এক গভীর সত্য নিয়ে মুখ খুললেন।
তিনি আলো এবং অন্ধকারের রূপক ব্যবহার করে জীবনকে দেখার এক পরিণত দৃষ্টিভঙ্গি শেয়ার করেছেন।
শুভশ্রী বলেন, "আমি শিখেছি, আলো কখনও একা আসে না, তার সঙ্গে আসে ছায়া।" এই উক্তির মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে, জীবনে যখন ভালো সময়, সাফল্য বা সুখ (আলো) আসে, তখন তার সাথে সাথেই কোনো না কোনো চ্যালেঞ্জ, কষ্ট বা খারাপ সময় (ছায়া) আসাও স্বাভাবিক। কোনো কিছুই নিখুঁত বা একতরফা হয় না।
তিনি আরও যোগ করেন, "তাই অন্ধকারকেও গ্রহণ করতে হয় জীবনের অংশ হিসেবে।" শুভশ্রীর এই দর্শন আমাদের শেখায় যে, আমরা শুধু জীবনের ভালো দিকগুলো উপভোগ করব আর খারাপ দিকগুলো এড়িয়ে চলব, তা সম্ভব নয়। বরং, জীবনের অন্ধকার বা কঠিন সময়গুলোকে সাহসের সাথে গ্রহণ করে নেওয়ার মধ্যেই রয়েছে প্রকৃত পরিপক্কতা। তাঁর এই ভাবনা জীবনের উত্থান-পতনকে সহজভাবে মেনে নিতে অনুপ্রেরণা জোগায়।
এমআর/টিএ