তামিল সিনেমার জনপ্রিয় নায়িকা শ্রিয়া শরণ আবারও বড় পর্দায় আগুন জ্বালাতে আসছেন। আনন্দর কৃষ্ণন পরিচালিত আসন্ন অ্যাকশনধর্মী ছবি ‘নন ভায়োলেন্স’-এ বিশেষ গানে দেখা যাবে তাঁকে। সম্প্রতি ছবির একটি উচ্চ-উত্তেজনাপূর্ণ গান শুটিং শেষ হয়েছে, যেখানে শ্রিয়ার সঙ্গে আছেন অভিনেতা শিরীশ ও আদিত্য কাথির।
যূবন শঙ্কর রাজার প্রাণবন্ত সুরে তৈরি এই গানটির কোরিওগ্রাফি করেছেন হরীকিরণ। বিশাল সেটে ৯০-এর দশকের মাদুরাই শহরের পটভূমিতে ধারণ করা হয়েছে দৃশ্যগুলো। শুধুই গ্ল্যামার নয়, গানটি সামাজিক বার্তাও বহন করছে বলে জানিয়েছেন নির্মাতারা।
‘মিরাই’ ও ‘রেট্রো’ ছবিতে চমক দেখানোর পর শ্রিয়া শরণ এই গানে হাজির হয়েছেন একদম ঝলমলে অবতারে। তাঁর উপস্থিতি গানে যেমন সৌন্দর্য এনেছে, তেমনি ছবির মূল ভাবনাকেও আরও গভীর করেছে। পরিচালক আনন্দর কৃষ্ণন বলেন, “শ্রিয়াকে বেছে নেওয়া হয়েছে শুধু গ্ল্যামার নয়, তাঁর পর্দায় সম্মানিত উপস্থিতির জন্যও। তিনি গানের থিমকে আরও অর্থবহ করে তুলেছেন।”
অন্যদিকে, অভিনেতা শিরীশ জানান, “এটি শুধু একটি বাণিজ্যিক ছবি নয়; কারাগার-ভিত্তিক একটি অ্যাকশন ড্রামা, যেখানে আবেগের জায়গাও প্রবল। শ্রিয়া শরণের সঙ্গে নাচা আমার বহুদিনের স্বপ্ন ছিল, অবশেষে তা পূরণ হয়েছে।”
গানটির সুর, নাচ ও বার্তা একত্রে মিশে তৈরি হয়েছে এক অনন্য পরিবেশনা। নির্মাতাদের আশা, এই গানটি ‘নন ভায়োলেন্স’ ছবির অন্যতম আকর্ষণ হয়ে উঠবে। সামাজিক বার্তা, অ্যাকশন ও বিনোদনের নিখুঁত সংমিশ্রণে ছবিটি মুক্তির আগেই তামিল ইন্ডাস্ট্রিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে।
এমআর/টিএ