বলিউডের জনপ্রিয় অভিনেতা রাজপাল যাদব নিজের অভিনয়জীবনের পথচলা নিয়ে জানালেন এক দৃঢ় বার্তা। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি কখনো হাল ছাড়িনি। যখন কেউ বিশ্বাসও করেনি, তখনও কাজ করে গেছি।”
দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে হাস্যরস, চরিত্রাভিনয় ও নাটকীয় ভূমিকায় দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন রাজপাল। নানা উত্থান-পতনের মাঝেও নিজের পরিশ্রম ও অধ্যবসায়ের গল্প তুলে ধরে তিনি জানান, “যতবারই ব্যর্থ হয়েছি, ততবারই নিজেকে নতুন করে গড়েছি। কারণ আমি জানি, শিল্পী হিসেবে টিকে থাকার একমাত্র উপায় কাজ।”
অভিনেতার এই বক্তব্য ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে অনুপ্রেরণার বার্তা হয়ে ছড়িয়ে পড়েছে।
এমকে/এসএন