বলিউডের অভিজ্ঞ অভিনেতা বোমান ইরানি জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে শিখেছেন এক গুরুত্বপূর্ণ শিক্ষা কষ্টই আত্মবিশ্বাসের আসল উৎস। নিজের জীবনের পথচলা নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, “কষ্টের মধ্য দিয়েই আমার আত্মবিশ্বাস বেড়েছে। তাই ছোটোখাটো সীমাবদ্ধতা যেন আপনাকে থামিয়ে না রাখে।”
অভিনেতা জানান, শুরুর দিনগুলো সহজ ছিল না। অর্থকষ্ট, অনিশ্চয়তা আর প্রত্যাখ্যান ছিল নিত্যসঙ্গী। তবু তিনি থামেননি। তাঁর মতে, “যে মানুষ নিজের দুর্দশা মেনে নিয়ে এগিয়ে যায়, সে-ই একদিন সাফল্যের চূড়ায় পৌঁছায়।”
বোমান ইরানির এই বার্তা আজকের তরুণ প্রজন্মের কাছে হয়ে উঠেছে সাহস ও অনুপ্রেরণার প্রতীক।
এমকে/এসএন