নিজের মনোভাব ও সফলতার দর্শন ভাগ করলেন অভিনেতা জিৎ। তিনি বলেন, “আমি কখনও প্রতিযোগিতায় বিশ্বাস করি না। আমার প্রতিদ্বন্দ্বী আমি নিজে। আজ আমি কেমন করলাম, কাল আমি তার চেয়েও ভালো করতে চাই।”
জিৎ এই বক্তব্যে প্রতিফলিত হয়েছে ব্যক্তিগত উন্নতি ও আত্মসমালোচনার গুরুত্ব। তার মতে, অন্যের সঙ্গে তুলনা করা নয়, বরং নিজেকে প্রতিদিন উন্নত করার চেষ্টাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই মনোভাব তাকে কাজের প্রতি নিষ্ঠাবান ও ধারাবাহিক রাখে।
অভিনেতার দর্শন দর্শকদেরও অনুপ্রাণিত করছে। অনেকে লিখেছেন, এমন মানসিকতা শুধু পেশাগত জীবনেই নয়, ব্যক্তিগত জীবনে সাফল্য অর্জনের জন্যও গুরুত্বপূর্ণ।