সৌদি আরবের রাজধানী রিয়াদ শহরে ষষ্ঠবারের মতো শুরু হয়েছে ‘রিয়াদ সিজন’। গত ১০ অক্টোবর থেকে শুরু হওয়া এই আন্তর্জাতিক আয়োজনে অংশ নিচ্ছে বিশ্বের ১৪টি দেশ। প্রতিটি দেশের জন্য বরাদ্দ রাখা হয়েছে বিশেষ কিছু দিন, যেখানে তারা নিজস্ব সংগীত, নৃত্য, ঐতিহ্যবাহী পোশাক ও খাবার উপস্থাপন করছে।
গত ১১ নভেম্বর থেকে শুরু হয়েছে বাংলাদেশ পর্ব, যা ‘বাংলাদেশ কালচার’ শিরোনামে চলবে ১৪ নভেম্বর পর্যন্ত। আর সেখানেই মঞ্চ মাতাতে যাচ্ছেন দেশের জনপ্রিয় সংগীত ও অভিনয় তারকারা।
জানা গেছে, অংশগ্রহণকারী শিল্পীদের মধ্যে রয়েছেন আসিফ আকবর, মনির খান, বেলাল খান, আকাশ মাহমুদ, মুহাম্মদ ইমরান, ইশরাত জাহান জুঁই, পুষ্পিতা মিত্র, হুমায়রা ইশিকা, ডিজে তুরিন এমএনআর এবং অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি।
১৩ নভেম্বরও গান পরিবেশন করবেন বেলাল খান, মুহাম্মদ ইমরান, হুমায়রা ঈশিকা ও ডিজে তুরিন এমএনআর। তবে এই দিনের বিশেষ আকর্ষণ হিসেবে দর্শকদের গান শোনাবেন জনপ্রিয় শিল্পী মনির খান।
বাংলাদেশ পর্বের শেষ দিন (১৪ নভেম্বর) সবচেয়ে বড় চমক হিসেবে মঞ্চে থাকছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। সম্প্রতি প্রায় দুই মাসব্যাপী সংগীত সফর শেষ করে যুক্তরাষ্ট্র থেকে ফিরেছেন তিনি। এবার সৌদি আরবে মুগ্ধতা ছড়াবেন এই তারকা। শেষ দিনের আয়োজনে আরও গাইবেন আকাশ মাহমুদ, ডিজে তুরিন এমএনআর, পুষ্পিতা মিত্র ও ইশরাত জাহান জুঁই।
এছাড়া, এই আয়োজনে বিশেষ পারফর্মে অংশ নেবেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি, যদিও তিনি কোন ইভেন্টে পারফর্ম করবেন, তা এখনো জানা যায়নি।
উল্লেখ্য, গত বছরও রিয়াদ সিজনের কনসার্টে নগর বাউল জেমস, হাবিব ওয়াহিদ, পড়শিসহ একাধিক তারকা অংশ নিয়েছিলেন।
কেএন/টিএ