টলিউডের জনপ্রিয় দম্পতি সন্দীপ্তা সেন ও সৌম্য মুখোপাধ্যায়ের সম্পর্ক সবসময়ই অনুরাগীদের কাছে এক ভালোবাসার গল্প। বুধবার ছিল সৌম্যের জন্মদিন। এই বিশেষ দিনে স্বামীকে ভালোবাসায় ভরিয়ে দিলেন অভিনেত্রী সন্দীপ্তা। ইনস্টাগ্রামে একগুচ্ছ সুন্দর মুহূর্তের ছবি শেয়ার করে তিনি লিখলেন, “শুভ জন্মদিন সৌম্য। আমার ভালোবাসা, আমার পার্টনার, আমার সারাজীবনের সঙ্গী। তোমার মতো এত সৎ, যত্নবান একজন মানুষকে জীবনে পেয়ে আমি ভীষণ গর্বিত। পৃথিবীর সব ভালো তোমার হোক, আরও উন্নতি কর জীবনে।”
সন্দীপ্তার এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়। শুভেচ্ছায় ভরে ওঠে তাঁর ইনস্টাগ্রামের মন্তব্যবিভাগ। ভক্তদের পাশাপাশি টলিপাড়ার সহকর্মীরাও জানিয়েছেন শুভেচ্ছা। ছবিগুলিতে দেখা যায়, পাহাড়ের কোলে প্রকৃতির মাঝে দু’জনের হাসিখুশি মুখ যা যেন বলছে, জীবনের ছোট্ট মুহূর্তগুলোর মধ্যেই লুকিয়ে থাকে প্রকৃত সুখ।
অভিনেত্রী এখন মুম্বইয়ে নতুন হিন্দি ধারাবাহিক ‘সম্পূর্ণা’-র শুটিংয়ে ব্যস্ত। টলিউড থেকে হিন্দি টেলিভিশনের পথে এই যাত্রা সন্দীপ্তার কাছে এক নতুন অধ্যায়। তবু কাজের ভিড়েও তিনি ভুলে যাননি নিজের প্রিয় মানুষকে নিয়ে সেলিব্রেশনের আনন্দ।
পাহাড় ভালোবাসেন দু’জনেই সুযোগ পেলেই ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়েন অভিযানে। এ যেন শুধুই ভালোবাসা নয়, জীবনের প্রতি এক নিখাদ উদযাপন। সন্দীপ্তা-সৌম্যের সম্পর্ক তাই টলিউডে এক আলাদা উজ্জ্বল উদাহরণ যেখানে বন্ধুত্ব, ভালোবাসা আর পারস্পরিক শ্রদ্ধা মিলেমিশে গেছে একসঙ্গে।
আরপি/টিএ