বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, নির্বাচন ও খুনি হাসিনার বিচার যত এগিয়ে আসছে, ফ্যাসিবাদের অপতৎপরতা তত বৃদ্ধি পাচ্ছে। তাই ফ্যাসিবাদীদের অপতৎপরতা রুখে দিতে ফ্যাসিবাদবিবোধী সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পলাতক স্বৈরাচার হাসিনার সহযোগীরা গত কয়েক দিনে খোদ রাজধানীতে যেভাবে আগুন-সন্ত্রাস চালিয়েছে, ফ্যাসিবাদবিরোধী শক্তির জন্য এটা একটা সতর্কবার্তা।
দুলু বলেন, ফ্যাসিবাদের ফিরে আসা ঠেকাতে ফ্যাসিবাদী আওয়ামী লীগবিরোধী রাজনৈতিক সব শক্তি ঐক্যবদ্ধ থাকতে হবে।
ফ্যাসীবাদী দলের প্রধান ও তাদের নেতারা প্রতিবেশী দেশে বসে থেকে বুঝতে পেরেছে- তাদের সব অপকর্মের বিচার দ্রুত আদালতের মাধ্যমে হয়ে যাবে। তারা অপকর্মের শাস্তি পাবে। নির্বাচনও তারা আর ঠেকাতে পারবে না। তাই প্রতিবেশী দেশে বসে তারা ষড়যন্ত্রের জাল বিস্তার করছে।
আজ বৃহস্পতিবার বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার ধনোকুড়া ঈদগাহ মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।
স্থানীয় বিএনপি নেতা নাজিম উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওযাজ, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, সদস্য নাসিম উদ্দিন নাসিম ও হাফিজ উদ্দিন, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন ও শ্রমিক দল নেতা শরিফুল ইসলাম বুলবুল প্রমুখ।
সমাবেশে দুলু আরো বলেন, দেশের মানুষ একটি নিরপেক্ষ সুন্দর নির্বাচন ও আওয়ামী লীগের সব অপরাধের বিচারের জন্য অপেক্ষা করছে। দেশের মানুষ নির্বাচন চায় এবং আওয়ামী লীগ শাসনের নামে জাতির ওপরে যে হত্যা, গুম, লুটপাট নির্যাতন করেছে এগুলোর বিচার চায়।
জুলাই অভ্যুত্থানে তারা যে নারকীয় হত্যাকাণ্ড করেছে তার বিচার চায়। আগামী নির্বাচনে নির্বাচিত সরকারের মাধ্যমে দেশে শান্তি-শৃঙ্খলা ফিরে আসবে—মানুষ সেই প্রত্যাশা করলেও আওয়ামী লীগ ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা আগুন সন্ত্রাস করে বিচার ও নির্বাচন বানচাল করতে চায়।
দেশের ফ্যাসিবাদবিরোধী সব শক্তি ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের সব অপতৎপরতা রুখে দেবে বলেও মন্তব্য করেন তিনি।
কেএন/টিএ