কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সাভার ও ধামরাইয়ের ৪২ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে সাভার, আশুলিয়া ও ধামরাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযানে মোট ৪২ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে সাভার মডেল থানায় ২৮ জন, আশুলিয়া থানায় ১১ জন এবং ধামরাই থানায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়।
সাভার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) জুয়েল মিঞা বলেন, গত ২৪ ঘণ্টায় পৃথকভাবে অভিযান চালিয়ে ২৮ জনকে আটক করা হয়েছে। তাদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
অন্যদিকে আশুলিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, আশুলিয়ায় পরিচালিত অভিযানে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের ছাত্র হত্যা মামলাসহ বিভিন্ন মামলায় আদালতে পাঠানো হয়েছে।
এছাড়া ধামরাই থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো. শহীদুল ইসলাম বলেন, নাশকতা ঠেকাতে পুলিশের অভিযানে তিনজনকে আটক করা হয়েছে। পরে তাদেরও বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
এ বিষয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক, ক্রাইম অ্যান্ড অপস) আরাফাতুল ইসলাম বলেন, ঢাকা-আরিচা মহাসড়ক ও নবীনগর-চন্দ্রা মহাসড়কসহ সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকার বিভিন্ন সড়কে ২৫টি চেকপোস্ট বসানো হয়েছে। সেখানে তল্লাশি চলছে, যাতে কেউ কোনো ধরনের নাশকতা করতে না পারে। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি এবং সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
টিএম/টিএ