রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বর এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে আটক কিশোরকে ছেড়ে দিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরের পর ধানমণ্ডি থানা থেকে তাকে ছেড়ে দেওয়া হয়।
এর আগে বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে এই কিশোরকে আটক করা হয়। আটক হওয়ার পর সে নিজেকে নবম শ্রেণির ছাত্র দাবি করে। সে বলে, ‘আমি এখানে এসেছি, দুইটা ইট সংগ্রহ করেছি ধানমণ্ডি ৩২-এর।’
পুলিশ জানিয়েছে, ওই কিশোরের বাড়িতে খোঁজ নিয়ে তার সন্দেহভাজন কিছু পাওয়া যায়নি। সে গ্রামের বাড়ি থেকে আজ সকালে ধানমণ্ডি ৩২ নম্বর দেখতে এসেছিল।
পুলিশের তথ্যানুযায়ী, আটক কিশোরের বয়স ১৪ বছর। তার বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলায়।
সকালে আটকের পর কেন ধানমণ্ডি ৩২-এ এসেছে জানতে চাইলে কিশোরটি জানায়, প্রত্নতাত্বিক মূল্য আছে, এমন এলাকায় ভ্রমণ ও স্মারক সংগ্রহ তার শখ। সে বলে, ‘আমি বিভিন্ন জায়গা থেকে পুরাতন জিনিসপত্র সংগ্রহ করি। এটা হচ্ছে আমার শখ।
ময়মনসিংহের শশীলজ থেকে সংগ্রহ করেছি। মুক্তাগাছার রাজবাড়ি থেকে সংগ্রহ করেছি। কুমিল্লার ময়নামতি থেকে সংগ্রহ করেছি।’
এমআর/টিএ