টলিউডের সুপারস্টার ও বর্তমান সাংসদ দেব, যিনি তাঁর নিরলস পরিশ্রম ও বহুমাত্রিক কাজের জন্য সমানভাবে প্রশংসিত, সম্প্রতি নিজের কর্মদর্শন নিয়ে এক গভীর উপলব্ধির কথা শেয়ার করেছেন। তিনি মনে করেন, যে কোনো কাজের আসল শক্তি পুরস্কার বা স্বীকৃতিতে নয়, বরং সেই কাজের ভেতরের আনন্দে।
দেব বলেন, “যে দিন কাজের মধ্যে আনন্দ হারিয়ে ফেলবে, সেদিনই থেমে যাওয়া উচিত।” তাঁর মতে, কাজের প্রতি ভালোবাসা না থাকলে সেই কাজ আর ফলপ্রসূ হয় না। শুধু করতেই হবে বলে কাজ করা তাঁর স্বভাব নয়; বরং কাজের ভেতরে যে পরিতৃপ্তি, সেটিই তাঁকে এগিয়ে নিয়ে যায়।
তিনি আরও যোগ করেন, “আমি কাজ করি আনন্দের জন্য, পুরস্কারের জন্য নয়।” দেবের এই বক্তব্য তাঁর কর্মজীবনের প্রতি এক নির্মোহ, আন্তরিক এবং স্বচ্ছ দৃষ্টিভঙ্গির প্রতিফলন। সিনেমার সেট হোক বা রাজনৈতিক দায়িত্ব, তিনি সব ক্ষেত্রেই সেই ‘কাজের আনন্দ’ খুঁজে পান। আর সেই আনন্দই তাঁকে নতুন কিছু করার সাহস ও প্রেরণা দেয়।
দেবের এই উপলব্ধি শুধু তাঁর নিজের জন্যই নয়, বরং আজকের প্রজন্মের জন্যও এক অনুপ্রেরণাদায়ক বার্তা—যেখানে আকাঙ্ক্ষা, প্রতিযোগিতা ও সাফল্যের চাপের মাঝে মানুষ প্রায়ই ভুলে যায় কাজের প্রকৃত আনন্দ কোথায়। দেব মনে করিয়ে দিলেন, কাজের প্রতি ভালোবাসা থাকলেই সাফল্য আসে, পুরস্কার আসে, কিন্তু পুরস্কারের পেছনে ছুটলে আনন্দ হারিয়ে যায়।
আইকে/টিএ