রাজনীতির জায়গায় রাজনীতি, ধর্মের জায়গায় ধর্ম : ডা. জাহিদ

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, কোনো মার্কায় ভোট দিয়ে বেহেশতে যাওয়া যাবে না। আমাদের আমলই পারে আমাদেরকে দোযখে যাবো নাকি, বেহেশতে যাব ঠিক করতে। আমাদের ধর্মীয় পরিচয়কে আলাদা রাখতে হবে। রাজনীতির জায়গায় রাজনীতি থাকবে, ধর্মের জায়গায় ধর্ম।

শনিবার (১৫ নভেম্বর) বিকেল ৫টায় দিনাজপুর শিশু একাডেমি মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর সদর-৩ আসনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অংশগ্রহণ উপলক্ষে দলীয় নেতাকর্মীদের নিয়ে জরুরি সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, ভোটারের আস্থা অর্জন করতে হবে। এজন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন— কারও কথাবার্তা, বাচনভঙ্গি, চেহারা কারও একটু কম পছন্দ হতে পারে, সে হয়ত আমাদের খুবই ত্যাগী নেতাকর্মী। দলে সব ধরনের নেতাকর্মীর প্রয়োজন আছে। ভোটের মাঠে জনগণের আস্থা অর্জনে সেসব নেতাকর্মীকে সামনে দিতে হবে, যাদের দেখলে ভোটাররা আস্থা পায়, ঐক্যবদ্ধ হয়। জামায়াতে ইসলামীকে উদ্দেশ করে তিনি বলেন, দয়া করে ধর্মকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করবেন না।

কেউ বলছে অমুক মার্কায় সিল দিলে অমুক জায়গার যাওয়ার টিকিট পাওয়া যাবে। আপনি বলবেন আলহামদুলিল্লাহ, টিকিট যদি দেয় টিকিট দিবে আমার আমল, টিকিট কোনো অবস্থাতেই ভোটের সিল আপনাকে দিবে না। আমাদের আমলই পারে আমাদেরকে পৌঁছে দিতে— আপনি দোযখে যাবেন, না বেহেশতে যাবেন। আর কিছুই নয়।

তিনি বলেন, বিগত সময়ে আওয়ামী লীগ ১৭৪ দিন হরতাল করে, গান পাউডার দিয়ে মানুষ হত্যা করেছিল। আবার কয়েক দিন আগে লকডাউন ঘোষণায় আগুন দিয়ে গাড়ি পুড়েছে ও মানুষ মেরেছে। আমরা ওইসব দিন আর দেখতে চাই না, ফিরে যেতে চাই মানুষের অধিকার বাস্তবায়ন করার জন্য।

ডা. জাহিদ বলেন, আমাদের সহনশীল আচরণ করতে হবে। বেগম খালেদা জিয়ার আহ্বান/দাওয়াত পৌঁছে দিতে হবে। সব সময় মনে রাখতে হবে, যার জন্য ভোট চাচ্ছেন তিনি এমন কোনো নেত্রী নয়, যাকে ইচ্ছা করলে পাওয়া যায়। তিনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয়, সবচেয়ে বৃহত্তম রাজনৈতিক দলের চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের (বীর উত্তম) সহধর্মিণী। তার জন্য ভোট চাইতে হলে এমনভাবে চাইতে হবে যেন শালীনতাবোধ থাকে, আপনার উপস্থাপনা দেখে মানুষ মনে হয় সত্যি সত্যি খালেদা জিয়ার ছেলে, খালেদা জিয়ার জন্য ভোট চাচ্ছে। সত্যি সত্যি দেশকে এরা আগামী দিনে সেবা করতে পারবে।

জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা মোকছেদ আলী মঙ্গোলিয়া, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. মোকাররম হোসেন, সহ-সভাপতি মাহবুব আহমেদ প্রমুখ। এ ছাড়াও জেলা বিএনপি ও এর সব অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা বক্তব্য রাখেন।

ইউটি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
সাবেক চেয়ারম্যানসহ আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার Nov 16, 2025
img
সামাজিক সম্পর্ক বজায় রাখতে চুপ থাকা প্রয়োজন : অক্ষয় কুমার Nov 16, 2025
img
পরিবারই সত্যিকারের বন্ধু, মন্তব্য অভিনেত্রীর Nov 16, 2025
img
রাজধানীর হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন Nov 16, 2025
img
মা হওয়াই নারীর পূর্ণতা নয় : শাবানা আজমি Nov 16, 2025
img
দুর্নীতিতে তিনবার চ্যাম্পিয়ন হওয়া দলকে জনগণ আর ভোট দেবে না: তাহের Nov 16, 2025
img
সেনেগালের বিরুদ্ধে প্রতিশোধের জয়, গোল করলেন এস্তেভাও-ক্যাসেমিরো Nov 16, 2025
img
পুলিশের মনোবল আগের চেয়ে বেড়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা Nov 16, 2025
img
জানা গেল ২০২৬ সালের রোজা ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ Nov 16, 2025
img
আল্লু অর্জুন ও রাজামৌলি: বড় পর্দার নতুন চমক Nov 16, 2025
img
রাজনীতির জায়গায় রাজনীতি, ধর্মের জায়গায় ধর্ম : ডা. জাহিদ Nov 16, 2025
img
‘পেদ্দি’ ছবিতে রাম চরণের বলিউড রিটার্ন Nov 16, 2025
img
বেইলি রোডের কেএফসি ভবনে আগুন Nov 16, 2025
img
শাহজালাল বিমানবন্দরে চরম অব্যবস্থাপনা, বিপর্যস্ত আমদানি সেবা Nov 16, 2025
img
হেফাজতাধীন আসামির বক্তব্য গণমাধ্যমে দেওয়ায় চার পুলিশ সাময়িক বরখাস্ত Nov 16, 2025
img
অস্ট্রেলিয়ার সাংসদদের সমর্থনে কৃতজ্ঞতা প্রকাশ তারেক রহমানের Nov 16, 2025
img
টলিউডই কি হয়ে উঠছে জাহ্নবীর নতুন ঘর Nov 16, 2025
img
সবাই ছেড়ে চলে যাচ্ছে : অমিতাভ Nov 16, 2025
img
আখতারের উদ্দেশে মাহমুদের 'ওপেন চ্যালেঞ্জ' Nov 16, 2025
img
আইনজীবী মাসুদ তালুকদারের দলীয় সব পদ থেকে স্থগিতাদেশ তুলে নিল বিএনপি Nov 16, 2025