সাভারে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আগুন দেখে বাসে থাকা চালক লাফিয়ে নেমে প্রাণে বাঁচেন। শনিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা ইউটার্নের আরিচামুখী লেনে ওই বাসে অগ্নিকাণ্ড ঘটে।
বাসের চালক সেলিম বলেন, বাসটি মেট্রো গার্মেন্টসের শ্রমিক আনা-নেওয়ার কাজে ব্যবহার হয়।
আজ (শনিবার) শ্রমিকদের নামিয়ে দিয়ে রাতে ঢাকা-আরিচা সড়কের গেন্ডা ইউটার্নে পার্কিং করা হয়। হঠাৎ রাত সাড়ে ১০টার দিকে বাসের পেছনের অংশে আগুন ধরে। সে সময় আমি ঘুমিয়ে ছিলাম এবং আগুনের তাপ পেয়ে বাস থেকে লাফিয়ে নেমে যাই।
সাভার ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন ম্যানেজার জাহাঙ্গীর আলম জানান, রাত সাড়ে ১০টার দিকে গেন্ডা এলাকায় বাসে অগ্নিকাণ্ডের খবর আসে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কীভাবে বাসে আগুন লেগেছে, তা তদন্তের মাধ্যমে জানা যাবে বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
এ বিষয়ে সাভার হাইওয়ে থানার ইনচার্জ সালেহ আহমেদ বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। মূলত বাসের পেছনের অংশে অগ্নিকাণ্ড ঘটেছে। কীভাবে বাসে আগুন লেগেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
ইউটি/টিএ