এবার শাহবাগে দাঁড়িয়ে আওয়ামী লীগের নির্বাচনী গান বাজালেন এক নারী।
আজ রবিবার দুপুরে একটি হ্যান্ড মাইকে ‘জয় বাংলা, জিতবে এবার নৌকা, শেখ হাসিনার সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন’ গানটি বাজাতে দেখা যায় ওই নারীকে।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
শেখ হাসিনার বিচারের প্রতিবাদ জানিয়ে এ গান বাজিয়েছেন বলে গণমাধ্যমকে জানান ওই নারী।
প্রসঙ্গত, আগামীকাল সোমবার শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা একটি মামলার রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
এসএন