ছুটি মিলল না, ক্রিকেটারদের হারের শাস্তি দিলেন কোচ গম্ভীর!

পাঁচ দিনের টেস্ট শেষ হয়ে গিয়েছে তৃতীয় দিনে। খেলা শেষ হয়ে গেলেও এখনও শহর ছাড়ছে না ভারতীয় দল। মঙ্গলবার পর্যন্ত কলকাতাতেই রয়েছেন ক্রিকেটারেরা।

ইডেন গার্ডেন্সে টেস্ট হার মেনে নিতে পারছেন না গৌতম গম্ভীর। সেই কারণেই হয়তো ক্রিকেটারদের শাস্তি দিলেন তিনি। পাঁচ দিনের টেস্ট শেষ হয়ে গিয়েছে তৃতীয় দিনে। খেলা শেষ হয়ে গেলেও এখনও শহর ছাড়ছে না ভারতীয় দল। মঙ্গলবার পর্যন্ত কলকাতাতেই রয়েছেন ক্রিকেটারেরা।

কোনও টেস্ট পাঁচ দিনের আগে শেষ হয়ে গেলে সাধারণত বাকি দিনগুলি বিশ্রাম পান ক্রিকেটারেরা। ইডেন টেস্টে ভারত জিতলে সেটাই পেতেন ঋষভ পন্থ, জসপ্রীত বুমরাহেরা। কিন্তু ভারত জিততে পারেনি। ফলে শাস্তি পেতে হয়েছে। ছুটি পাচ্ছেন না ক্রিকেটারেরা।

জানা গিয়েছে, সোমবার বিশ্রাম দেওয়া হবে ক্রিকেটারদের। তবে মঙ্গলবার তাঁদের পুরোদমে অনুশীলন করতে হবে। সেটা হবে ইডেনেই। অনুশীলন শেষে গুয়াহাটি রওনা হবেন ক্রিকেটারেরা। আগে যে সূচি অনুযায়ী গম্ভীরদের যাওয়ার কথা ছিল, সেই সূচি অনুযায়ীই শহর ছাড়বেন তাঁরা।



ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টে আলোচনার মধ্যমণি ইডেন গার্ডেন্সের উইকেট। মাত্র আড়াই দিনে খেলা শেষ হয়ে যাওয়ায় বিতর্ক আরও বেড়েছে। গম্ভীর অবশ্য পিচের সমালোচনা করেননি। উল্টে তাঁর দাবি, যে রকম পিচ তাঁরা চেয়েছিলেন, সে রকমই পেয়েছেন।

খেলা শেষে সাংবাদিক বৈঠকে গম্ভীর বলেন, “ইডেনের পিচ বিপজ্জনক ছিল না। খেলার উপযোগী ছিল। টেম্বা বাভুমা তো রান করল। ওয়াশিংটন সুন্দরও ভাল ব্যাট করল। অক্ষর পটেলও তো খেলল। খেলা যাবে না, এমন উইকেট তো ছিল না। জানি না কেন বার বার স্পিন সহায়ক পিচ বলা হচ্ছে! জোরে বোলারেরাই বেশি উইকেট পেয়েছে এই টেস্টে। ব্যাটারদের টেকনিক, মানসিক শক্তি এবং ধৈর্য্যের পরীক্ষা দিতে হয় এ রকম পিচে। আমরা পারিনি। এমন পিচে রক্ষণ ভাল হওয়া দরকার।’’ পিচ নিয়ে বিতর্ক উড়িয়ে গম্ভীর আরও বলেছেন, ‘‘আমরা যেমন পিচ চেয়েছিলাম, ঠিক তেমনই পেয়েছি। কিউরেটর সুজন মুখোপাধ্যায় অত্যন্ত সাহায্য করেছেন। ভাল খেলতে না পারলে তো এমনই হবে। ১২৪ রান তাড়া করতে না পারার কোনও কারণ ছিল না।’’

গম্ভীর জানিয়েছেন, তিনি এমন পিচ চান যাতে টস গুরুত্বপূর্ণ না হয়। তিনি বলেছেন, ‘‘আমরা চাই প্রথম দিন থেকেই পিচ স্পিনারদের সাহায্য করুক। যাতে টস গুরুত্বপূর্ণ না হয়। আমরা জিতলে পিচ নিয়ে হয়তো এত আলোচনা হত না। তবে একটা কথা বলা দরকার। আমাদের ক্রিকেটারেরা যে কোনও পরিস্থিতিতে ভাল করতে পারে।’’ গম্ভীর বার বার বুঝিয়ে দিয়েছেন, হারের জন্য পিচের অজুহাত দিতে চান না। তাঁর দলের ক্রিকেটারেরা খেলতে পারেননি বলেই, এ ভাবে হারতে হয়েছে। তবে তিনি যা-ই বলুন না কেন, পিচের সমালোচনা চলছেই।

ইএ/টিকে

Share this news on:

সর্বশেষ

img
শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়ে হোয়াইটওয়াশ করল পাকিস্তান Nov 17, 2025
img
হাতে টাকা আসার পর অনেক দামী দামী জিনিস কিনেছি, কিন্তু মন থেকে পরিবর্তন হইনি Nov 17, 2025
img
শেখ হাসিনার মামলার রায় আজ Nov 17, 2025
সেনকাকু দ্বীপপুঞ্জে টহল ও ড্রোন নজরদারি, নতুন উত্তেজনায় চীন-জাপান-তাইওয়ান Nov 17, 2025
পিরোজপুরে এবার সবচেয়ে বড় ইয়াবা চালান জব্দ Nov 17, 2025
প্রাথমিকের ডিজির ক্ষমতা ফিল্ড মার্শালের চেয়েও বেশি: গোলাম মাওলা রনি Nov 17, 2025
ভয়াবহ খরা মোকাবেলায় আকাশে ‘মেঘ বীজ’ বপনে তৎপর ইরান Nov 17, 2025
‘শাটডাউন’ ঘিরে রাজধানীর স্কুলগুলোতে নিরাপত্তা উদ্বেগ Nov 17, 2025
'সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করতে হবে' Nov 17, 2025
কুমিল্লায় নেচে-গেয়ে খন্দকার মোশারফের নেতৃত্বে বিএনপির মিছিল Nov 17, 2025
আল্লাহ'র তরফ থেকে গজবের কারণে আমার বোন শেখ হাসিনা ক্ষমতা হারিয়েছে: কাদের সিদ্দিকী Nov 17, 2025
বিতর্কিত ভিডিও প্রসঙ্গে স্পষ্ট বক্তব্য দিলেন মিথিলা Nov 17, 2025
img
ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধের ঘটনায় মামলা, গ্রেপ্তার ১ Nov 17, 2025
img
বিবাহবিচ্ছিন্ন পুরুষকে মেয়েরা মানে, নারীর ক্ষেত্রে উল্টো: অনুরাধা Nov 17, 2025
img
ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে ‘ব্ল্যাক প্যান্থার’-এর তৃতীয় কিস্তি আসছে Nov 17, 2025
img
সিলেটে মধ্যরাতে গাড়ি মেরামতের দোকানে আগুন Nov 17, 2025
img
যেসব দেশে বিয়ে করলেই মিলবে নাগরিকত্ব Nov 17, 2025
img
ককটেল বিস্ফোরণে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে, তার জনক একজনই: সোহেল তাজ Nov 17, 2025
img
বংশালে জুতার কারখানায় আগুন, ঢামেক বার্নে ভর্তি দগ্ধ ৩ শ্রমিক Nov 17, 2025
img
মেয়ের জন্য সব কৃতিত্ব স্ত্রীকেই দেন অভিষেক Nov 17, 2025