পারমাণবিক সক্ষমতার পথে সৌদি, পাশে থাকবে যুক্তরাষ্ট্র

গত সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট সৌদি আরবের সঙ্গে সিভিল পারমাণবিক শক্তি ও প্রযুক্তিতে দীর্ঘমেয়াদি সহযোগিতার বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করার কথা জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সব ঠিক থাকলে হোয়াইট হাউসে মঙ্গলবার ওই চুক্তি স্বাক্ষর হয়ে যেতে পারে।

রয়টার্স জানিয়েছে, ওয়াশিংটন ও রিয়াদের মধ্যে পারমাণবিক সহযোগিতার বিস্তারিত তথ্য এ বছরের শেষে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

তবে নাম গোপন করার শর্তে আলোচনা সংশ্লিষ্ট এক ব্যক্তি সোমবার রয়টার্সকে জানিয়েছেন, সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান তার সফরের সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সিভিল পারমাণবিক সহযোগিতা চুক্তির কাঠামো স্বাক্ষর করবেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সব ঠিক থাকলে এদিনই চুক্তি স্বাক্ষর করতে পারেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মতে, মার্কিন আইনে সাধারণত অন্য কোনো দেশের কাছে উল্লেখযোগ্য পারমাণবিক উপকরণ-যেমন রিঅ্যাক্টর জ্বালানি, রিঅ্যাক্টর সরঞ্জাম বা গুরুত্বপূর্ণ উপাদান রপ্তানি করতে হলে আগে একটি ১২৩ অ্যাগ্রিমেন্ট থাকা বাধ্যতামূলক। সৌদি ওই শর্ত মেনেই এই চুক্তিতে স্বাক্ষর করবে বলে জানিয়েছে সৌদি গেজেট।

‘১২৩ অ্যাগ্রিমেন্ট’ সাধারণত এমন শর্ত রাখে যাতে বলা হয়, পারমাণবিক প্রযুক্তি শান্তিপূর্ণ কাজে ব্যবহৃত হবে এবং প্রসার (যেমন পারমাণবিক অস্ত্র) এড়াতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থাপনা থাকবে।

তবে সৌদি আরবের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, সৌদি আরব এখনো এমন সব শর্তাবলীর জন্য পুরোপুরি রাজি হয়নি। তবে চুক্তি স্বাক্ষর হলে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র। এছাড়া প্রযুক্তিটির সামরিক ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ রাখা হতে পারে।

তবে মার্কিন জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট বলেছেন, ‘সৌদি আরবের সঙ্গে অবশ্যই একটি ১২৩ পারমাণবিক চুক্তি হবে।’ সৌদির জ্বালানি মন্ত্রী বলেছেন, তারা পারমাণবিক কার্যকলাপের ওপর সব শর্ত মেনে নিতে প্রস্তুত।

রয়টার্সের মতে, সৌদি আরবের ‘ভিশন ২০৩০’ পরিকল্পনার একটি অংশ হিসেবে পারমাণবিক শক্তি ব্যবহার করার পরিকল্পনা রয়েছে। মধ্যপ্রাচ্যের দেশটি তাদের জ্বালানির উৎস বৈচিত্র্য করা এবং কার্বন নির্গমন কমিয়ে শক্তি ভবিষ্যৎ নিরাপদ করতে পারমাণবিক পথে হাঁটছে। যুক্তরাষ্ট্রও পারমাণবিক কারিগরি ও জ্বালানিতে সৌদিকে সহযোগিতার মাধ্যমে নিজের কৌশলগত ও অর্থনৈতিক স্বার্থ দেখতে পারে।

টিজে/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
ভারত এখন উন্নত দেশে পরিণত হওয়ার আকাঙ্ক্ষায় অস্থির : মোদি Nov 18, 2025
img
হারল্যান ছেড়েছেন আগেই, নতুন বিজ্ঞাপনে শাকিব খান Nov 18, 2025
img
বিশ্বকাপে জায়গা নিশ্চিতে নেইমারকে ছয় মাস সময় ও চার শর্ত আনচেলত্তির Nov 18, 2025
img
জাপানে যাওয়ার প্রায় ৫ লাখ ফ্লাইট বাতিল করল চীন Nov 18, 2025
img
৫ ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট Nov 18, 2025
img
৭৯ বাংলাদেশি জেলে সহ ৩ নৌকা জব্দ করে নিয়ে গেছে ভারতের কোস্ট গার্ড Nov 18, 2025
img
সুষ্মিাতা সেনের গল্প: ভয়কে জয় করে আবারো সেটে ফিরে আসা Nov 18, 2025
img
১১ দফা দাবিতে নীলফামারীর উত্তরা ইপিজেডে শ্রমিকদের বিক্ষোভ Nov 18, 2025
img
ন্যায্য জ্বালানি রূপান্তরে ১২ দফা নাগরিক ইশতেহার প্রকাশ নাগরিক সমাজের Nov 18, 2025
img

হিউম্যান রাইটস ওয়াচ

ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে কি না তা নিয়ে উদ্বেগ আছে Nov 18, 2025
ইসলামে জুলুমকারীর শাস্তি | ইসলামিক জ্ঞান Nov 18, 2025
দেয়াল তুলে পথ বন্ধ—বাসিন্দাদের অভিযোগ ‘গায়ের জোরে দখল’ Nov 18, 2025
শেখ হাসিনার রায়কে নিয়ে যা বলছেন ছাত্র জনতা! Nov 18, 2025
img
বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছে তেজস্বী-করণ জুটি Nov 18, 2025
img
টলিউডে কাস্টিং কাউচের কঠিন অভিজ্ঞতা প্রকাশ করলেন পায়েল Nov 18, 2025
img
নায়িকাকে জড়িয়ে ধরায় ৯ দিনের কারাদণ্ড Nov 18, 2025
img
পরিচয় নকল করে হোয়াটসঅ্যাপে প্রোফাইল, ক্ষুব্ধ অদিতি Nov 18, 2025
img
ধনুশ হতে পারেন রজিনিকান্তের ১৭৩তম ছবির পরিচালক Nov 18, 2025
img
স্যার সলিমুল্লাহ ও রাজশাহী মেডিকেলে নতুন পরিচালক নিয়োগ Nov 18, 2025
img
শেখ হাসিনার পিয়ন জাহাঙ্গীরের স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ আদালতের Nov 18, 2025