নাগরিকদের ভীতি দূর না হলে অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয় : দেবপ্রিয় ভট্টাচার্য

আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে জনগণের আস্থা পুনরুদ্ধারে সরকার, প্রশাসন ও নির্বাচন কমিশনকে বলিষ্ঠ ও স্বচ্ছ ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, ‘নাগরিকদের মনে এখনো যে শঙ্কা ও ভীতি রয়েছে, তা দূর করা না গেলে অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়।’
 
বৃহস্পতিবার (২০ নভেম্বর ) সকালে খুলনায় এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফরম, বাংলাদেশ আয়োজিত আঞ্চলিক পরামর্শসভায় তিনি এ আহ্বান জানান। সকালে নগরীর হোটেল সিটি ইন-এ এই পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।

ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘জনগণ আস্থা না পেলে নির্বাচন গণতান্ত্রিক রূপ পায় না। তাই মুক্ত আলোচনা, স্বচ্ছতা ও সততার ভিত্তিতে আস্থা পুনরুদ্ধার সময়ের দাবি। দেশ নির্বাচনমুখী হয়ে উঠছে, নির্বাচন অবশ্যম্ভাবী। কিন্তু আমরা কেমন নির্বাচন পাব- সেই প্রশ্ন জনগণের মনে রয়ে গেছে।

ড. দেবপ্রিয় বলেন, ‘খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়ন সম্ভাবনা বহুদিন ধরে আলোচিত হলেও বাস্তবায়ন এখনো দৃশ্যমান নয়। পদ্মা সেতু চালুর পর প্রত্যাশিত অর্থনৈতিক অগ্রগতি লক্ষ করা যাচ্ছে না। জমির মূল্য বৃদ্ধি পেলেও কর্মসংস্থান বা শ্রমিকের ন্যায্য মজুরি বাড়েনি।’
সভায় আলোচনার বিষয়গুলো তুলে ধরে তিনি বলেন, ‘নতুন প্রজন্মের শ্রমিককে আকৃষ্ট করতে অঞ্চলভিত্তিক শিল্পায়ন জরুরি।

খুলনা অঞ্চলে কৃষিভিত্তিক শিল্প, চিংড়ি ও মাছ উৎপাদন এবং পর্যটন খাতে বিশাল সম্ভাবনা রয়েছে। সুন্দরবন ও সাংস্কৃতিক সম্পদকে কেন্দ্র করে বড় ধরনের পর্যটনশিল্প গড়ে ওঠা সম্ভব।’

তিনি আরো বলেন, ‘এলাকা থেকে যারা নির্বাচন করবেন, তাদের অবশ্যই আঞ্চলিক উন্নয়ন পরিকল্পনার প্রতিশ্রুতি ইশতেহারে দিতে হবে। নাগরিক সমাজ ও গণমাধ্যম পরবর্তী সময়ে এর বাস্তবায়ন নিশ্চিত করতে জবাবদিহিতা তৈরি করবে।’

বন্দর ব্যবস্থাপনা উন্নয়ন প্রসঙ্গে ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘রপ্তানিমুখী অর্থনীতির জন্য দক্ষ বন্দরব্যবস্থা অপরিহার্য।
প্রয়োজনীয় সংস্কারের জন্য বৈদেশিক বিনিয়োগ জরুরি হলেও তা অবশ্যই স্বচ্ছ পদ্ধতিতে হতে হবে।’

তিনি সতর্ক করে বলেন, ‘সঠিক সংস্কার যদি বেঠিক পদ্ধতিতে করা হয়, তাহলে তার সুফল পাওয়া যায় না। বন্দর সংস্কারে যে দ্রুততা ও অসচ্ছতা দেখা গেছে, তাতে ভালো উদ্যোগও ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা থাকে।’

ড. দেবপ্রিয় জোর দিয়ে বলেন, ‘সংস্কার প্রয়োজন, বিনিয়োগও প্রয়োজন; কিন্তু তা হতে হবে যোগ্যতার ভিত্তিতে, উন্মুক্ত আলোচনা ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে। তাহলেই সংস্কার টেকসই হবে।’

সভায় আগামী নির্বাচনের প্রার্থী ও রাজনৈতিক দলের কাছে নাগরিক নেতারা স্থানীয় ও জাতীয় পর্যায়ের বিভিন্ন দাবি তুলে ধরেন। এগুলোর মধ্যে রয়েছে নিরাপদ সড়ক, শিল্পের উন্নয়ন, পলিথিন ও প্লাস্টিক বর্জনসহ সুন্দরবনের পর্যটনশিল্পের বিকাশ।

সভায় সমাপনী বক্তৃতা করেন সিপিডির ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান। এ সময় রাজনৈতিক দলের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা মহানগর আমির অধ্যাপক মাহফুজুর রহমান, সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল, ইসলামী আন্দোলন বাংলাদেশের খুলনা মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি শেখ মো. নাসির উদ্দিন, এনসিপির ডা. আব্দুল্লাহ চৌধুরী প্রমুখ।

টিজে/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
অ্যাশেজের দ্বিতীয় টেস্টে অনফিল্ড আম্পায়ারের ভূমিকায় সৈকত Nov 20, 2025
img
এটি সত্যিই ভয়ংকর এবং আমাদের দেশের জন্য বিপজ্জনক: ডোনাল্ড ট্রাম্প Nov 20, 2025
img
প্রস্রাব করা নিয়ে দ্বন্দ্বে প্রাণ গেল বিএনপি নেতার Nov 20, 2025
img
অর্থবছরের প্রথম চার মাসে এডিপি বাস্তবায়ন ৮.৩৩ শতাংশ Nov 20, 2025
img
পরিচালকের বিরুদ্ধে অভিযোগ তুললেন দিব্যাভারতী Nov 20, 2025
img
নিজ এলাকায় গণসংযোগ করেছেন নুরুল হক নুর Nov 20, 2025
img
সোনার দাম ভরিতে কমলো ১৩৫৩ টাকা Nov 20, 2025
img
ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদের স্ত্রী আর নেই Nov 20, 2025
img
বাসায় অগ্নিসংযোগের ঘটনা নিয়ে রাফিয়ার প্রতিক্রিয়া Nov 20, 2025
img
দেশে দুজন দরবেশ আছে, আদালতকে অ্যাটর্নি জেনারেল Nov 20, 2025
img
নাগরিকদের নিরাপদ ইন্টারনেট ব্যবহারে কাজ করছে সরকার : ফাইজ আহমেদ Nov 20, 2025
img
বিএনপি মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার চেষ্টা করে : টুকু Nov 20, 2025
img
শুটিংয়ে যৌন হয়রানির অভিযোগ, তদন্তে এনএসসির কমিটি গঠন Nov 20, 2025
img
আইসিটি প্রসিকিউশনে বৈশ্বিক অ্যাম্বাসেডর ও উপদেষ্টা নিয়োগ সরকারের Nov 20, 2025
img
প্রেক্ষাগৃহে ফ্লপ, নেটফ্লিক্সে নতুন জীবন পাবে ‘কান্তা’ Nov 20, 2025
img
তারেক রহমানের নেতৃত্বে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গঠিত হবে : মীর হেলাল Nov 20, 2025
img
তারেক রহমান আছে যত দিন, দেশ পথ হারাবে না তত দিন : মনিরুল Nov 20, 2025
img
অধিনায়ক হয়েও টানা দুই ম্যাচে দলে নেই সাকিব Nov 20, 2025
img
১৫ শতাংশ বাড়ি ভাড়া নিয়ে এবার নোটিশ জারি করেছে মাউশি Nov 20, 2025
img
বেরোবি ছাত্র সংসদ নির্বাচনের নতুন তারিখ ঘোষণা Nov 20, 2025