৫ম প্রজন্মের যুদ্ধবিমানের প্রযুক্তি হাতে পেতে যাচ্ছে ভারত

আগামী মাসে ভারত সফরে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার এ সফর সামনে রেখে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের প্রযুক্তি হাতে পেতে যাচ্ছে ভারত। এর ফলে ভারতীয় বিমানবাহিনীর ভবিষ্যৎ শক্তি-সমীকরণ আমূল বদলে যেতে পারে। রাশিয়া তাদের পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান সু-৫৭-এর পূর্ণ প্রযুক্তি ভারতের হাতে তুলে দিতে আগ্রহ প্রকাশ করেছে। এর মধ্যে রয়েছে ইঞ্জিন, সেন্সর, স্টেলথ উপাদানসহ সম্পূর্ণ ইকোসিস্টেম।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিরক্ষা কনগ্লোমারেট রোস্তেকের প্রধান সের্গেই চেমেজোভ জানিয়েছেন, প্রস্তাব অনুযায়ী প্রথমে রাশিয়া থেকে সু-৫৭ সরবরাহ করা হবে। পরবর্তীকালে ধাপে ধাপে ভারতের মধ্যেই এর উৎপাদন স্থাপন করা হবে।

এনডিটিভি জানিয়েছে, সফরে রাশিয়া ভারতের কাছে তাদের এক ইঞ্জিনবিশিষ্ট স্টেলথ যুদ্ধবিমান সু-৭৫ ‘চেকমেট’-এর অফারও দিতে পারে।

দুবাই এয়ার শো ২০২৫-এ সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে চেমেজোভ বলেন, ভারত-রাশিয়ার ‘দীর্ঘদিনের নির্ভরযোগ্য সম্পর্কের’ ভিত্তিতেই মস্কো যে কোনো প্রযুক্তিগত চাহিদা পূরণে প্রস্তুত।

তিনি বলেন, ভারত ও রাশিয়া বহু বছরের অংশীদার। যখন ভারত নিষেধাজ্ঞার মুখে ছিল, তখনো আমরা তাদের নিরাপত্তার স্বার্থে অস্ত্র সরবরাহ করেছি—আজও সেই নীতি অনুসরণ করে ভারতের প্রয়োজনীয় সব সামরিক সরঞ্জাম দিতে আমরা প্রস্তুত।

রুশ রাষ্ট্রীয় অস্ত্র রপ্তানিকারক প্রতিষ্ঠান রোসোবোরোন এক্সপোর্টের এক শীর্ষ কর্মকর্তা জানান, ভারত চাইলে ভবিষ্যতের বিমানযুদ্ধ ব্যবস্থার জন্য লাইসেন্সপ্রাপ্ত উৎপাদন, ভারতীয় অস্ত্র সংযোজন, এবং পরবর্তী প্রজন্মের প্রযুক্তি যেমন এইএসএ রাডার, এআই উপাদান, ইঞ্জিন, কম দৃশ্যমানতা প্রযুক্তি সবই পাওয়া সম্ভব।

ভারতীয় বিমানবাহিনীরর অবসরপ্রাপ্ত স্কোয়াড্রন লিডার ও প্রতিরক্ষা বিশ্লেষক বিজয়িন্দর কে ঠাকুর জানিয়েছেন, রাশিয়ার এই নতুন উদ্যোগে সু-৭৫-এর অফারও অত্যন্ত সম্ভাব্য। রাশিয়া আগেই জানিয়েছিল চেকমেট উৎপাদনের জন্য তারা অংশীদার দেশে কারখানা বসাতে আগ্রহী, আর সেই ক্ষেত্রে ভারতই সবচেয়ে উপযুক্ত।

তিনি জানান, সু-৭৫-এর স্থানীয় উৎপাদন হলে ভারতের পঞ্চম প্রজন্মের লাইট/মিডিয়াম ফাইটার-গ্যাপ কম খরচে পূরণ হবে এবং ব্রহ্মোসের মতোই বিপুল রপ্তানি আয়ের পথ খুলতে পারে। এটি ভারতের নিজস্ব ডুয়েল-ইঞ্জিন এএমসিএ প্রকল্পের পরিপূরক হিসেবেই কাজ করবে, প্রতিদ্বন্দ্বী নয়।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ডিসেম্বর মাসে ২৩তম ভারত-রাশিয়া বার্ষিক সম্মেলনের জন্য দিল্লি সফর করবেন। ২০২১ সালের পর এটাই তার প্রথম ভারত সফর। এই বৈঠকে প্রতিরক্ষা ক্ষেত্রে একাধিক বড় ঘোষণা আসতে পারে।

এনডিটিভি জানিয়েছে, সম্প্রতি পুতিনের ঘনিষ্ঠ উপদেষ্টা নিকোলাই পাত্রুশেভ দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন। রাশিয়ার দূতাবাসের বিবৃতি অনুযায়ী, বৈঠকে দুই দেশ সমুদ্র নিরাপত্তা, প্রতিরক্ষা সহযোগিতা এবং আসন্ন শীর্ষ সম্মেলনের প্রস্তুতি সব বিষয়েই আলোচনা করেছে।

আরপি/এসএন



Share this news on:

সর্বশেষ

img
অ্যাশেজের দ্বিতীয় টেস্টে অনফিল্ড আম্পায়ারের ভূমিকায় সৈকত Nov 20, 2025
img
এটি সত্যিই ভয়ংকর এবং আমাদের দেশের জন্য বিপজ্জনক: ডোনাল্ড ট্রাম্প Nov 20, 2025
img
প্রস্রাব করা নিয়ে দ্বন্দ্বে প্রাণ গেল বিএনপি নেতার Nov 20, 2025
img
অর্থবছরের প্রথম চার মাসে এডিপি বাস্তবায়ন ৮.৩৩ শতাংশ Nov 20, 2025
img
পরিচালকের বিরুদ্ধে অভিযোগ তুললেন দিব্যাভারতী Nov 20, 2025
img
নিজ এলাকায় গণসংযোগ করেছেন নুরুল হক নুর Nov 20, 2025
img
সোনার দাম ভরিতে কমলো ১৩৫৩ টাকা Nov 20, 2025
img
ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদের স্ত্রী আর নেই Nov 20, 2025
img
বাসায় অগ্নিসংযোগের ঘটনা নিয়ে রাফিয়ার প্রতিক্রিয়া Nov 20, 2025
img
দেশে দুজন দরবেশ আছে, আদালতকে অ্যাটর্নি জেনারেল Nov 20, 2025
img
নাগরিকদের নিরাপদ ইন্টারনেট ব্যবহারে কাজ করছে সরকার : ফাইজ আহমেদ Nov 20, 2025
img
বিএনপি মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার চেষ্টা করে : টুকু Nov 20, 2025
img
শুটিংয়ে যৌন হয়রানির অভিযোগ, তদন্তে এনএসসির কমিটি গঠন Nov 20, 2025
img
আইসিটি প্রসিকিউশনে বৈশ্বিক অ্যাম্বাসেডর ও উপদেষ্টা নিয়োগ সরকারের Nov 20, 2025
img
প্রেক্ষাগৃহে ফ্লপ, নেটফ্লিক্সে নতুন জীবন পাবে ‘কান্তা’ Nov 20, 2025
img
তারেক রহমানের নেতৃত্বে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গঠিত হবে : মীর হেলাল Nov 20, 2025
img
তারেক রহমান আছে যত দিন, দেশ পথ হারাবে না তত দিন : মনিরুল Nov 20, 2025
img
অধিনায়ক হয়েও টানা দুই ম্যাচে দলে নেই সাকিব Nov 20, 2025
img
১৫ শতাংশ বাড়ি ভাড়া নিয়ে এবার নোটিশ জারি করেছে মাউশি Nov 20, 2025
img
বেরোবি ছাত্র সংসদ নির্বাচনের নতুন তারিখ ঘোষণা Nov 20, 2025