চট্টগ্রাম নগরে বেপরোয়া গতির একটি প্রাইভেট কার (চট্টমেট্টো-ঘ-১১-৩৮৮৪) এলিভেটেড এক্সপ্রেসওয়ে (ফ্লাইওভার) থেকে নিচে ছিটকে পড়েছে। বৃস্পতিবার বিকাল সাড়ে চারটার দিকে নগরের নিমতলা বিশ্বরোড এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় শফিক নামের এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রাইভেট কার আরোহী পাঁচজন।
ঘটনাস্থল থেকে চট্টগ্রাম ট্রাফিক পুলিশ পরিদর্শক (বন্দর) আমিনুল ইসলাম জানিয়েছেন, দুর্ঘটনা কবলিত প্রাইভেট কারের চালকসহ পাঁচজন আরোহী নিয়ে পতেঙ্গা থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে যাচ্ছিল লালখানবাজারের দিকে। নিমতলি এলাকায় গিয়ে হঠাৎ প্রাইভেট কারটি ফ্লাইওভার থেকে নিচে ছিটকে পড়ে শফিক নামের এক সাইকেল আরোহীর ওপর। ফায়ার সার্ভিস কর্মীরা গুরুতর আহত শফিকসহ প্রাইভেট কার আরোহী পাঁচজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা শফিককে মৃত ঘোষণা করেন। আহত অন্য পাঁচজনের নাম-ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ভর্তি করা হয়েছে। তবে আহতদের নাম-ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ইাউটি/টিএ