ট্রাম্প প্রশাসন-প্রস্তাবিত শান্তি পরিকল্পনার অধিকাংশ শর্ত মেনে নেওয়ার দাবি শুক্রবার অস্বীকার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা। এর আগে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা দাবি করেছিলেন, এ শান্তি-পরিকল্পনার অধিকাংশ শর্ত মেনে নিয়েছে ইউক্রেন।
ওয়াশিংটন কিয়েভকে একটি ২৮ দফার পরিকল্পনা দিয়েছে, যা রাশিয়ার মূল দাবিগুলোর অনেককেই স্বীকৃতি দেবে—এর ফলে কিয়েভকে অতিরিক্ত ভূখণ্ড ত্যাগ করতে হবে, সেনাবাহিনীর আকার কমাতে হবে এবং ন্যাটো পশ্চিমা জোটে যোগদানের আশা চিরতরে ছাড়তে হবে।
মার্কিন কর্মকর্তারা বলেন, পরিকল্পনাটি তৈরি করা হয়েছে ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের সচিব রুস্তেম উমেরভের সঙ্গে পরামর্শের পর।
উমেরভ জুলাই পর্যন্ত প্রতিরক্ষামন্ত্রী ছিলেন এবং প্রেসিডেন্ট জেলেনস্কির ঘনিষ্ঠ মিত্র।
একজন শীর্ষ মার্কিন কর্মকর্তা বৃহস্পতিবার বলেন, ‘এই পরিকল্পনা প্রেসিডেন্ট জেলেনস্কির প্রশাসনের অন্যতম শীর্ষ সদস্য রুস্তেম উমেরভের সঙ্গে আলোচনার পরই তৈরি করা হয়। তিনি কিছু সংশোধনের পর এর বেশিরভাগ পয়েন্টে সম্মতি দেন এবং তা প্রেসিডেন্ট জেলেনস্কিকে উপস্থাপন করেন।’
কিন্তু শুক্রবার উমেরভ বলেন, তিনি ওই পরিকল্পনার শর্তগুলো নিয়ে কোনো আলোচনা করেননি—সম্মতি দেওয়া তো দূরের কথা।
তিনি টেলিগ্রামে লিখেছেন, ‘যুক্তরাষ্ট্র সফরের সময় আমার ভূমিকা ছিল কারিগরি—সাক্ষাৎ নির্ধারণ করা এবং সংলাপ প্রস্তুত করা। আমি কোনো মূল্যায়ন দিইনি এবং আরো স্পষ্টভাবে বললে, কোনো পয়েন্ট অনুমোদনও করিনি। এটা আমার ক্ষমতার আওতায় পড়ে না এবং প্রক্রিয়ার সঙ্গে সংগতিপূর্ণও নয়।’
ইএ/টিকে