মেসির আর্মব্যান্ড পড়তে চান এনজো ফার্নান্দেজ!

লিওনেল মেসি আর্জেন্টিনার জার্সিতে যতদিন খেলবেন, ততদিন আর্মব্যান্ডটা তার বাহুতেই থাকবে এটা নিশ্চিত। তবে মেসি আর ক’দিনই বা খেলবেন, তারপর তো অধিনায়কের জায়গাটাও ফাঁকা হয়ে যাবে। তখন তার আর্মব্যান্ডটা কার বাহুতে উঠবে, সেটিই হয়তো বড় প্রশ্ন। কিন্তু আর্জেন্টিনা জাতীয় দলে লিওনেল মেসির উত্তরসূরি হওয়ার দাবি করেছেন ২০২২ ফিফা বিশ্বকাপের সেরা উদীয়মান ফুটবলার এনজো ফার্নান্দেজ।

২০২৬ ফিফা বিশ্বকাপে মেসি খেলবেন কি না, তা নিয়ে ছিল বহু প্রশ্ন। তবে, আগামী বছর মেসি তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলবেন। তারপর হয়তো আন্তর্জাতিক ফুটবলকেও বিদায় জানাবেন। তারপর? মেসি বিদায় নিলে ফাঁকা হবে তার ১০ নম্বর জার্সি, ফাঁকা হবে অধিনায়কের জায়গা। কিন্তু সেই ১০ নম্বর জার্সি উঠবে কার গায়ে, আর্মব্যান্ডটাই বা উঠবে কার বাহুতে!

আলবিসেলেস্তেদের পরবর্তী আইকনিক ১০ নম্বর হতে চাইছেন না চেলসির মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। তবে জাতীয় দলে মেসির উত্তরসূরি হওয়ার দাবি করেছেন বিশ্বকাপজ এই তারকা। তিনি বলেছেন, আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব উত্তরাধিকার সূত্রে পাওয়ার সুযোগকে তিনি স্বাগত জানাবেন।

আটবারের ব্যালন ডি’অর জয়ী মেসি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র-মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে আর্জেন্টিনা দলের অংশ হিসেবে থাকবেন তিনি। যদিও ইতোমধ্যে ঘরের মাঠে আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলে ফেলেছেন এলএমটেন। কিন্তু আন্তর্জাতিক ফুটবলকে এখনও বিদায় জানাননি।

আরও একটি বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেবেন লিওনেল মেসি। এর আগে তার নেতৃত্বে দুটি কোপা আমেরিকার শিরোপা ও ২০২২ সালে বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। এখনও পর্যন্ত আকাশি-সাদা জার্সিতে ১৯৬ ম্যাচ খেলে করেছেন ১১৫ টি গোল।

সেই দিনটা আর হয়তো খুব বেশি দূরে নয়, যেদিন মেসি বিদায় জানাবেন ফুটবলকে। আর কত, অনেক তো হলো। দীর্ঘ প্রায় দুই যুগ ধরে মাঠে দাপিয়ে বেড়াচ্ছেন আর্জেন্টিনার এই মহাতারকা। তবে বড় প্রশ্ন হচ্ছে, মেসি যখন থামবেন, তখন কাউকে না কাউকে তো আর্জেন্টিনা দলের হাল ধরতেই হবে। অধিনায়কের দায়িত্ব তো কাউকে না কাউকে নিতেই হবে।

মাঝে ইংলিশ ক্লাব চেলসির অধিনায়কের দায়িত্ব পালন করেছেন এনজো ফার্নান্দেজ। তার বিশ্বাস, আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব নিতে তিনি প্রস্তুত।

ফুটবলবিষয়ক ওয়েবসাইট গোলডটকম-এর প্রতিবেদনে বলা হয়েছে, গিভ মি স্পোর্টসকে এনজো বলেছেন তার স্বপ্নের কথা। ‘ব্যক্তিগতভাবে অবশ্যই আমি আর্জেন্টিনার অধিনায়কত্বের স্বপ্ন দেখি। কিন্তু সেই সিদ্ধান্ত আমার ওপর নির্ভর করে না। এটা নির্ভর করে কোচিং স্টাফের ওপর।’

‘আমি জানি না কখন এটা হতে পারে। সময়ই সব বলে দেবে এবং এ বিষয়ে সিদ্ধান্ত নেবে কোচিং স্টাফ। অবশ্যই এটি (আর্জেন্টিনার অধিনায়ক হওয়া) আমার স্বপ্ন। (আর্জেন্টিনা দলের) অধিনায়কের আর্মব্যান্ড পরতে পেরে আমি সম্মানিত বোধ করবো।’

২০২২ সালে কাতার বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স উপহার দিয়েছেন এনজো ফার্নান্দেজ। সেবার বিশ্বকাপের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন এনজো।

এনজো বলেন, ‘বিশ্বকাপ জয় এখন অতীত, এবং আমরা ভবিষ্যতে কী হবে তার উপর মনোযোগ দিচ্ছি। আমরা জানি এটি মেসির শেষ বিশ্বকাপ হতে পারে, তাই আমরা দল হিসেবে আমাদের মুকুট রক্ষা করার চেষ্টা করবো। আমরা এটি (বিশ্বকাপ) ধরে রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করবো।’

ইএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
তারেক রহমানের গণসংবর্ধনার স্থান পরিদর্শন Dec 19, 2025
img
বিশ্বের সঙ্গে একই দিনে দেশের পর্দায় দেখা যাবে 'অ্যাভাটার-৩' Dec 19, 2025
img
সুদান থেকে লাল-সবুজের পতাকায় মোড়ানো ৬ কফিন ঢাকার পথে Dec 19, 2025
img
৫ দফা দাবিতে চট্টগ্রামে এনসিপির মশাল মিছিল শনিবার Dec 19, 2025
img
ভারতীয় হাইকমিশন ভাঙচুর করতে চাই না : নাসীরুদ্দীন পাটওয়ারী Dec 19, 2025
img
হাদির জানাজায় অংশ নিতে ঢাবি শিক্ষক-শিক্ষার্থীদের জন্য থাকছে পরিবহন ব্যবস্থা Dec 19, 2025
img
ওসমান হাদির মৃত্যুতে ব্রিটিশ হাইকমিশনের শোক প্রকাশ Dec 19, 2025
img
ঝিনাইদহে ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত Dec 19, 2025
img
খালেদা জিয়া এক মাসের মধ্যে আজ বেশ স্থিতিশীল : ডা. জাহিদ Dec 19, 2025
img
অ্যাভেঞ্জার্স ডুমসডে-তে ফিরছেন ক্যাপ্টেন আমেরিকা Dec 19, 2025
img
সরকারের নজিরবিহীন ব্যর্থতার কারণেই সন্ত্রাসী ঘটনার বিস্তার ঘটছে : সাইফুল হক Dec 19, 2025
img
রাজধানীর হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে ওসমান হাদির মরদেহ Dec 19, 2025
img
বাংলাদেশের সঙ্গে সরাসরি আলোচনা করবেন ভারতীয় কর্মকর্তারা: শশী থারুর Dec 19, 2025
img
ব্যাটিং বিপর্যয়ে পাকিস্তানের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের Dec 19, 2025
img
হাদি হত্যার বিচার দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ Dec 19, 2025
img
শহীদ ওসমান হাদির জানাজার সময় পরিবর্তন Dec 19, 2025
img
এবার একসঙ্গে ধরা দিলেন ঐশ্বরিয়া-অভিষেক Dec 19, 2025
img
ভুয়া তথ্য ও গুজব ঠেকাতে এনসিএসএ’র বিশেষ সেল সক্রিয় Dec 19, 2025
img
ওসমান হাদির মৃত্যুতে ডিআরইউর শোক Dec 19, 2025
img
শহীদ ওসমান হাদির কফিনে বিএনপির শ্রদ্ধা Dec 19, 2025