শেষদিকে গোল হজম করে হারলো বাংলাদেশ

প্রথমার্ধে লড়াইটা জমিয়ে তুললেও দ্বিতীয়ার্ধে উয়েফা সদস্যভুক্ত আজারবাইজানকে রুখতে পারলো না বাংলাদেশ। শেষদিকে গোল হজম করে হারলো লাল সবুজরা।

ত্রিদেশীয় সিরিজে মঙ্গলবার (২ ডিসেম্বর) জাতীয় স্টেডিয়ামে আজারবাইজানের বিপক্ষে ২-১ ব্যবধানে হারলো বাংলাদেশ নারী ফুটবল দল। সফরকারীদের জয়ে গোল ২টি করেছেন সেভিঞ্জ জাফারজাদে ও মানিয়া ইসরা। স্বাগতিকদের হয়ে একমাত্র গোলটি করেন মারিয়া মান্ডা। উয়েফা সদস্যভুক্ত দেশ আজারবাইজান। র‌্যাঙ্কিংয়েও ৩০ ধাপ এগিয়ে। শক্তিমত্তায় কিংবা অভিজ্ঞতায় বাংলাদেশ তাই যোজন যোজন পিছিয়েই বলা চলে। তবে প্রথমার্ধে দারুণ লড়াই জমিয়ে তুলেছিল লাল সবুজরা। শুরুতে গোল হজম করে পিছিয়ে পড়ার পর মারিয়ার চোখধাঁধানো গোলে সমতা নিয়ে বিরতিতে গিয়েছিল স্বাগতিকরা।
 
আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচের ১৯তম মিনিটে এগিয়ে গিয়েছিল সফরকারীরা।  বাঁ প্রান্ত থেকে সতীর্থের ক্রস পেনাল্টি এরিয়ায় পেয়ে হেডে জালে জড়ান আজারবাইজান অধিনায়ক সেভিঞ্জ জাফারজাদে। তবে বেশিক্ষণ পিছিয়ে থাকতে হয়নি লাল সবুজদের।
 
৩৩তম মিনিটে সমতায় ফেরার দারুণ সুযোগ হাতছাড়া হলেও পরের মিনিটেই গোল আদায় করে নেয় স্বাগতিকরা। বক্সে মনিকা চাকমার নিচু শট এগিয়ে এসে আজারবাইজান গোলরক্ষক ঠেকিয়ে দেওয়ার পর কর্নার পায় বাংলাদেশ। সুযোগ পেয়ে আক্ষেপ মিটিয়ে নেয় লাল সবুজরা। স্বপ্নার ক্রস গোলমুখে আজারবাইজানের গোলরক্ষক ঠেকিয়ে দিলেও পুরোপুরি ক্লিয়ার করতে পারেননি। এক ড্রপ খেয়ে বল চলে যান মারিয়া মান্ডার কাছে। ডান পায়ের নিঁখুত শটে জাল খুঁজে নেন তিনি।
 
দ্বিতীয়ার্ধের শুরুতে অগাছালো আক্রমণ চলে দুদলের। ৫২তম মিনিটে দারুণ এক আক্রমণে লিড তুলে নেয়ার সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে। বাঁ প্রান্ত ধরে আক্রমণে উঠে বক্সে ক্রস নেন ঋতুপর্ণা। পেনাল্টি এরিয়ায় সে ক্রস পেয়ে হেড নেন মনিকা। তবে প্রতিপক্ষ ডিফেন্ডারের বাধায় বল লক্ষ্যে রাখতে পারেননি। ম্যাচের বাকি সময়ে আধিপত্য দেখায় আজারবাইজান। একের পর এক আক্রমণে শেষ পর্যন্ত সাফল্যের দেখাও পায় তারা। ৬১তম মিনিটে বক্সে আজারবাইজানকে রুখে দেন গোলরক্ষক রূপনা চাকমা ও ডিফেন্ডার শিউলি আজিম। ৭৩তম মিনিটে রূপনার কল্যাণে আরও একবার রক্ষা পায় লাল সবুজরা।
 

তবে ৮৪তম মিনিটে আর জাল অক্ষত রাখতে পারেননি রূপনা। বাঁ প্রান্ত ধরে আক্রমণে উঠে ক্রস নেন অকার ইয়েলিজ। পেনাল্টি এরিয়ার কাছে ফাঁকায় সে বল পেয়ে নিঁখুত শটে জালে জড়ান মানিয়া ইসরা। নির্ধারিত ৯০ মিনিট শেষে যোগ করা ৪ মিনিটেও আর কোনো ব্যবধান গড়তে পারেনি ঋতুপর্ণারা।  তাতে ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে আজারবাইজান।
 
অস্ট্রেলিয়ায় আগামী বছরের এশিয়ান কাপের প্রস্তুতি নিতে ঘরের মাঠে ত্রিদেশীয় টুর্নামেন্ট আয়োজন করেছিল বাফুফে। লড়াই করলেও টুর্নামেন্টের দুটি ম্যাচই হারলো বাংলাদেশ। প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ১-০ গোলের হারের পর আজ আজারবাইজানের বিপক্ষে হারলো ২-১ ব্যবধানে। এশিয়ান কাপের আগে শিষ্যদের পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছেন বলে অবশ্য ফলটা গুরুত্বপূর্ণ নয় কোচ পিটার বাটলারের কাছে। র‌্যাঙ্কিং তুলনায় শক্তিশালী দুদলের বিপক্ষে মনিকা-আফঈদাদের লড়াইয়ে সন্তুষ্টই থাকার কথা ইংলিশ কোচের।

এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
শাহবাগে ওসমান হাদির জন্য বিশেষ দোয়া Dec 19, 2025
img
সর্বসাধারণের জন্য ঢাবির কেন্দ্রীয় মসজিদে আনা হবে হাদিকে Dec 19, 2025
img

হ্যারি কেইন

ভক্তদের সন্তুষ্ট করতে বিশ্বকাপ জিততেই হবে ইংল্যান্ডের Dec 19, 2025
img
সিঙ্গাপুর থেকে ঢাকার পথে হাদিকে বহনকারী বিমান Dec 19, 2025
img
বিকেলে খালেদা জিয়ার স্বাস্থ্যের আপডেট জানাবেন ডা. জাহিদ Dec 19, 2025
img
জানা গেছে হাদির ঘটনায় অভিযুক্ত ফয়সালের ভারতের অবস্থান Dec 19, 2025
img
গণমাধ্যমের ওপর হামলার ঘটনায় প্রেস সচিবের দুঃখপ্রকাশ Dec 19, 2025
img
জুমার নামাজের পর সকল রকমের কর্মসূচিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান সারজিসের Dec 19, 2025
img
পর্তুগালে নাগরিকত্ব আইনের কিছু ধারা স্থগিত করল আদালত Dec 19, 2025
img
‘ব্যথা’ নিয়ে হাজির বাপ্পা মজুমদার Dec 19, 2025
img
সাম্প্রদায়িক শক্তি ফ্যাসিবাদের চেয়ে ভয়ংকর : গয়েশ্বর চন্দ্র রায় Dec 19, 2025
img
বাবার পাশে শায়িত হওয়ার ইচ্ছা জানিয়েছিলেন হাদি Dec 19, 2025
img
কারওয়ান বাজারে আগুন নেভাতে গিয়ে ২ ফায়ার ফাইটার আহত Dec 19, 2025
img
কারওয়ান বাজারে আগুন নেভাতে গিয়ে ২ ফায়ার ফাইটার আহত Dec 19, 2025
img
ঢাকায় রওনা দিলেন হাদির পরিবার Dec 19, 2025
img
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, উভয় লেনে যানজট Dec 19, 2025
img
প্রশান্ত মহাসাগরে আরও ২ জাহাজে মার্কিন হামলায় প্রাণ গেল ৫ জনের Dec 19, 2025
img
আফগানিস্তানে ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প Dec 19, 2025
img
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের শনিবারের নিয়োগ পরীক্ষা স্থগিত Dec 19, 2025
img
সারা অর্জুনের কাঁধে চুমু ৭১ বয়সী রাকেশের! Dec 19, 2025