‘আমি জাদুকর নই’, আজারবাইজানের বিপক্ষে হারের পর বাটলার

বাংলাদেশ নারী ফুটবল দল প্রথমবারের মতো এশিয়া কাপের মূল পর্বে খেলবে। বাফুফে ঋতুপর্ণাদের প্রস্তুতির জন্য ঢাকায় ত্রিদেশীয় সিরিজ আয়োজন করেছে। মালয়েশিয়া ও আজারবাইজান দুই দলের বিপক্ষেই বাংলাদেশ হেরেছে। মালয়েশিয়ার চেয়ে আজারবাইজান র‍্যাংকিংয়ে এগিয়ে থাকায় ম্যাচ হারলেও মেয়েদের খেলায় সন্তোষ প্রকাশ করেছেন ঋতুপর্ণাদের বৃটিশ কোচ পিটার বাটলার।

আজ ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বৃটিশ এই কোচ বলেন, 'আমরা একটা খুব শক্তিশালী দলের বিরুদ্ধে খেলেছি। যারা, সত্যি বলতে, অনেক ফান্ডিং পায়, তাদের পেশাদার লিগ আছে, দারুণ সুবিধা আছে। আর ম্যাচের আগে আমি মেয়েদের বলেছিলাম, আমি শুধু চাই আমরা ম্যাচটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করি। আমরা যেন মালয়েশিয়ার মতো পিছিয়ে গিয়ে চুপচাপ হার মানি না। আমরা চেষ্টা করেছি, এবং মেয়েরা যেভাবে খেলেছে, আমি তাতে গর্বিত। প্রচেষ্টা আর পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টায় তাদের ১০/১০ দেব। কারণ আমরা মালয়েশিয়ার মতো পিছিয়ে যাইনি, আমরা লড়াই করেছি। আর মানের কথা বললে, পাঁচ, ছয়, খুব হলে সাত। আমি শুধু সৎভাবে বলছি।'



বাংলাদেশ মালয়েশিয়ার বিপক্ষে ছিল একেবারেই ছন্নছাড়া। আজকের ম্যাচে খানিকটা গোছালো। দুই ম্যাচের তুলনায় সেভাবে আগ্রহী নন কোচ, 'এটা ভিন্ন ম্যাচ ছিল। মালয়েশিয়া গভীর ডিফেন্সে খেলেছিল। কিন্তু মনে রাখতে হবে, আজ আমরা এমন দলের বিপক্ষে খেলেছি, যাদের মান মালয়েশিয়ার চেয়ে ভালো। মালয়েশিয়ার বিরুদ্ধে আমি মনে করেছি আমরা বেশি নিয়ন্ত্রিত ফুটবল খেলেছি। আজ আমি মনে করি আমরা হয়তো কিছুটা তাড়াহুড়া করেছি।

তারপরও আমি মেয়েদের নিয়ে গর্বিত। আমি ওদের বলেছিলাম, “মালয়েশিয়ার মতোই নিজের সবটুকু দাও, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, ম্যাচটাকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করো।” বাংলাদেশ দুই গোল হজম করেছে। দুই গোল খাওয়ার ঘটনা ব্যাখ্যা করলেন এভাবে, 'শেষ ছয়-সাত মিনিট পর্যন্ত ম্যাচটা কঠিন ছিল। আর প্রথম গোলটাও ছিল অসতর্কতার ফল।'

এশিয়া কাপ নিশ্চিত করার পর বাংলাদেশ টানা চার ম্যাচ হারল। থাইল্যান্ডে দুই অ্যাওয়ে ম্যাচের পর ঢাকায় মালয়েশিয়া ও আজারবাইজানের বিরুদ্ধে। টানা চার হারের পরও প্রাপ্তি কি এমন প্রশ্নের উত্তরে বলেন, 'আমরা হয়তো আট ম্যাচও টানা হারতে পারি। আমরা বাংলাদেশ। আমি শুধুই ইতিবাচকতা দেখতে পাই মেয়েদের ভেতর থেকে। বাইরের জিনিসের দায়িত্ব আমি নিতে পারি না। আমাদের কোনো ট্রেনিং সুবিধা নেই। মানসম্মত জিম নেই। একটা লিগও নেই, লিগ বলে কিছু নেই। তাহলে আপনি আমাকে কী করতে বলছেন? শিশুদের জন্মদিনের পার্টিতে যে জাদুকর টুপি থেকে সাদা খরগোশ বের করে, আপনি কি ভাবেন আমি সেই জাদুকর?

বাংলাদেশের ফুটবলের ইতিবাচক দিক হলো, মাঠে এগারো জন খেলোয়াড়কে ইতিবাচক মানসিকতা নিয়ে নামানো, যারা শেষ দুই ম্যাচে যেমন লড়েছে, এবং আজকের মতো শক্ত দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করেছে। নেতিবাচক দিক অনেক, লিগ নেই। আপনি জানেন, আজারবাইজানের মেয়েরা কত টাকা পায়? বিশাল পরিমাণ, লাখ লাখ ডলার। তারা সময়মতো ম্যাচ ফি পায়। বাস্তব হতে হবে। আমি কোনো জাদুকর নই যে টুপি থেকে খরগোশ বের করব।'

এশিয়া কাপের আর তিন মাস বাকি। বাংলাদেশের নির্ধারিত কোনো সূচি নেই অনুশীলন বা প্রস্তুতি ম্যাচের। এরপরও বড় দলের বিপক্ষেই খেলতে চান তিনি, 'আমি চাই যতটা সম্ভব শক্ত প্রতিপক্ষের সঙ্গে খেলতে। হারলে সমস্যা নেই, যতক্ষণ আমরা তা থেকে শিক্ষা নিতে পারি। সাফ লেভেল খুবই দুর্বল। এশিয়ান লেভেলে খেলতে হলে সেই মানের দলের বিপক্ষে খেলতে হবে। আজারবাইজান নিয়মিত ইউরোপের দলের সঙ্গে খেলে।কিছুদিন আগে সুইজারল্যান্ডের কাছে ৩–০ হেরেছে, আজকের ম্যাচের মতোই। তাদের খেলোয়াড়দের মান আমাদের চেয়ে ভালো, এটা মেনে নিতেই হবে।'

এমআর 

Share this news on:

সর্বশেষ

img
শাহবাগে ওসমান হাদির জন্য বিশেষ দোয়া Dec 19, 2025
img
সর্বসাধারণের জন্য ঢাবির কেন্দ্রীয় মসজিদে আনা হবে হাদিকে Dec 19, 2025
img

হ্যারি কেইন

ভক্তদের সন্তুষ্ট করতে বিশ্বকাপ জিততেই হবে ইংল্যান্ডের Dec 19, 2025
img
সিঙ্গাপুর থেকে ঢাকার পথে হাদিকে বহনকারী বিমান Dec 19, 2025
img
বিকেলে খালেদা জিয়ার স্বাস্থ্যের আপডেট জানাবেন ডা. জাহিদ Dec 19, 2025
img
জানা গেছে হাদির ঘটনায় অভিযুক্ত ফয়সালের ভারতের অবস্থান Dec 19, 2025
img
গণমাধ্যমের ওপর হামলার ঘটনায় প্রেস সচিবের দুঃখপ্রকাশ Dec 19, 2025
img
জুমার নামাজের পর সকল রকমের কর্মসূচিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান সারজিসের Dec 19, 2025
img
পর্তুগালে নাগরিকত্ব আইনের কিছু ধারা স্থগিত করল আদালত Dec 19, 2025
img
‘ব্যথা’ নিয়ে হাজির বাপ্পা মজুমদার Dec 19, 2025
img
সাম্প্রদায়িক শক্তি ফ্যাসিবাদের চেয়ে ভয়ংকর : গয়েশ্বর চন্দ্র রায় Dec 19, 2025
img
বাবার পাশে শায়িত হওয়ার ইচ্ছা জানিয়েছিলেন হাদি Dec 19, 2025
img
কারওয়ান বাজারে আগুন নেভাতে গিয়ে ২ ফায়ার ফাইটার আহত Dec 19, 2025
img
কারওয়ান বাজারে আগুন নেভাতে গিয়ে ২ ফায়ার ফাইটার আহত Dec 19, 2025
img
ঢাকায় রওনা দিলেন হাদির পরিবার Dec 19, 2025
img
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, উভয় লেনে যানজট Dec 19, 2025
img
প্রশান্ত মহাসাগরে আরও ২ জাহাজে মার্কিন হামলায় প্রাণ গেল ৫ জনের Dec 19, 2025
img
আফগানিস্তানে ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প Dec 19, 2025
img
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের শনিবারের নিয়োগ পরীক্ষা স্থগিত Dec 19, 2025
img
সারা অর্জুনের কাঁধে চুমু ৭১ বয়সী রাকেশের! Dec 19, 2025