অস্ট্রেলিয়ার মাটিতে রুটের প্রথম সেঞ্চুরি, স্টার্কের ৬ উইকেট

‘আমি এর (অস্ট্রেলিয়ায় টেস্ট সেঞ্চুরি) জন্য প্রস্তুত।’ অস্ট্রেলিয়া সফরে যাওয়ার আগে গত অক্টোবরে স্কাই স্পোর্টসকে আত্মবিশ্বাসের কথা বলেছিলেন জো রুট। ব্রিসবেন টেস্টের আগে অস্ট্রেলিয়ার মাটিতে ১৪ টেস্টের ২৯ ইনিংসে প্রায় নয়শ রান করলেও সেঞ্চুরি ছিল না ইংলিশ ব্যাটারের। পার্থে প্রথম ইনিংসে শূন্য রানে ফেরার পর দ্বিতীয় ইনিংসে করেছিলেন ৮ রান। পুরনো ভূত তখনো তাড়া করে বেড়াচ্ছিল তাকে।

তবে ব্রিসবেনে এসে দৃশ্যপট বদলে দিলেন রুট। নব্বইয়ের ঘরে পৌঁছানোর পর খানিকটা নার্ভাস হয়ে পড়লেও শেষ পর্যন্ত ভড়কে যাননি তিনি।স্কট বোল্যান্ডের গুড লেংথ ডেলিভারিতে ফাইন লেগ দিয়ে চার মেরে ব্যাট উঁচিয়ে ধরলেন রুট। অস্ট্রেলিয়ার মাটিতে ডানহাতি ব্যাটারের প্রথম সেঞ্চুরির উদযাপনে কমতি রাখলেন না ব্রিসবেনের সমর্থকরা।

অস্ট্রেলিয়াতে প্রথম সেঞ্চুরি করে খরা কাটালেও প্রথম দিনের একক নায়ক বনে যেতে পারেননি রুট। লাইন, লেংথ আর গতির ঝলকে ইংলিশ ব্যাটারদের রীতিমতো ভড়কে দিয়েছেন মিচেল স্টার্ক। গোলাপি বলের রাজা বনে যাওয়া বাঁহাতি পেসার ফিরিয়েছেন বেন ডাকেট, ওলি পোপ, হ্যারি ব্রুক, উইল জ্যাকস, ব্রাইডন কার্স এবং গাস আটকিনসনকে। স্টার্কের ৬ উইকেট পাওয়ার দিনে রুটের সেঞ্চুরিতে প্রথম দিন শেষে ৯ উইকেটে ৩২৫ রান করেছে ইংল্যান্ড।

ব্রিসবেনে টস জিতে ব্যাটিংয়ে নামা ইংল্যান্ডের শুরুটা হয়েছে নড়বড়ে। ইনিংসের প্রথম ওভারে উইকেট নেয়াকে রীতিমতো ‘প্রথা’ বানিয়ে ফেলেছেন স্টার্ক। পার্থে দুই ইনিংসেই জ্যাক ক্রলিকে আউট করা বাঁহাতি পেসার ব্রিসবেনের প্রথম ইনিংসে নিয়েছেন ডাকেটের উইকেট। টেস্ট ক্যারিয়ারে ২৬তম বার প্রথম ওভারেই উইকেট নেয়ার কীর্তি গড়েছেন তিনি। নিজের দ্বিতীয় ওভারে এসে তুলে নিয়েছেন পোপের উইকেটও। বাঁহাতি পেসারের অফ স্টাম্পের বাইরের বলে ইন সাইড এজে বোল্ড হয়েছেন তিনি।



৫ রানে ২ উইকেট হারানোর পর প্রতিরোধ গড়ে তোলেন রুট ও ক্রলি। দিনের প্রথম সেশনের বাকিটা সময়টা বেশ ভালোভাবেই কাটিয়ে দিয়েছেন তারা দুজন। লাঞ্চ ব্রেকে যাওয়ার আগে দুর্দান্ত ব্যাটিংয়ে ৬৮ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন ক্রলি। ৯৮ রান নিয়ে লাঞ্চে যান ইংলিশরা। তবে লাঞ্চ থেকে ফিরে উইকেট হারায় সফরকারীরা। মাইকেল নেসারের ব্যাক অব লেংথ ডেলিভারিতে পুল করতে গিয়ে অ্যালেক্স ক্যারিকে ক্যাচ দিয়েছেন ৯৩ বলে ৭৬ রানের ইনিংস খেলা ক্রলি।

ডানহাতি ওপেনার ফিরলেও হ্যারি ব্রুককে সঙ্গে নিয়ে এগোতে থাকেন রুট। ৮৩ বলে পেয়েছেন হাফ সেঞ্চুরিও। ভালো শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি ব্রুক। স্টার্কের অফ স্টাম্পের বাইরের বলে এজ হয়ে স্লিপে ক্যাচ দিয়েছেন ৩১ রান করা এই ব্যাটার। ব্রুককে ফিরিয়ে ওয়াসিম আকরামকে (৪১৪ উইকেট) ছাঁড়িয়ে যান তিনি। সাদা পোশাকের ক্রিকেটে বাঁহাতি পেসারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেটের মালিক এখন স্টার্ক। দলের রান দুইশ পেরিয়ে যাওয়ার পর আউট হয়েছেন বেন স্টোকসও।

ব্রেন্ডান ডগেটের বলে মিড অফে ঠেলে দিয়ে সিঙ্গেল নিতে চেয়েছিলেন ইংলিশ অধিনায়ক। স্টোকসের ডাকে সাড়া দেননি রুট। কভার থেকে দৌড়ে এসে সরাসরি থ্রোতে স্টাম্প ভাঙেন জশ ইংলিস। রান আউট হয়ে ফিরতে হয় ১৯ রান করা বাঁহাতি ব্যাটারকে। একটু পর ডাক মেরেছেন জেমি স্মিথ। ব্যাটিংয়ে নেমে দ্রুত রান বাড়ানোর চেষ্টা করলেও ১৯ রানের বেশি করতে পারেননি জ্যাকস। দ্রুত ফিরে গেছেন অ্যাটকিনসনও। একই ওভারে কার্সের উইকেটও নিয়েছেন স্টার্ক।

যদিও তাদের দুজনের ফেরার আগেই ১৮১ বলে সেঞ্চুরি তুলে নিয়েছেন রুট। মারিউস লেয়ান্দের পর দ্বিতীয় ইংলিশ ব্যাটার হিসেবে গ্যাবার প্রথম দিনে সেঞ্চুরি করেছেন তিনি। ২৯ ইনিংসের আক্ষেপ কাটিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে তিন অঙ্ক ছুঁয়েছেন ডানহাতি এই ব্যাটার। সেঞ্চুরির পর দ্রুত রান তুলতে থাকেন রুট। পাশাপাশি আক্রমণাত্বক ব্যাটিং করে ২৬ বলে ৩২ রান করে অপরাজিত জফরা আর্চার। দিন শেষে রুট অপরাজিত আছেন ১৩৫ রানে। অস্ট্রেলিয়ার হয়ে ৭১ রানে ৬ উইকেট নিয়েছেন স্টার্ক।

এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ

img
নিজের বিকৃত ছবি ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ শ্রীলীলা Dec 17, 2025
img
হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, দেশবাসীকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার Dec 17, 2025
img
হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন: প্রেস উইং Dec 17, 2025
img
ইমরান খানের সঙ্গে দেখা করতে জানুয়ারিতে পাকিস্তানে ফেরার পরিকল্পনা দুই ছেলের Dec 17, 2025
img
পৃথক স্মরণসভা নিয়ে এবার মুখ খুললেন দেওল ঘনিষ্ঠ মনোজ দেশাই Dec 17, 2025
img
শিল্পা শেঠির রেস্তোরাঁর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ম্যানেজার Dec 17, 2025
img
চব্বিশের ডামি প্রার্থীরা যেন ভোটে অংশ নিতে না পারেন: ইসিকে লিগ্যাল নোটিশ Dec 17, 2025
img
ভূমিকম্পে কেঁপে উঠল সৌদি আরব Dec 17, 2025
img
কৃষকের ১১৭টি আমগাছ কেটে নিল দুর্বৃত্তরা Dec 17, 2025
img
বিয়ের আগে ব্যাচেলর পার্টি করতে শ্রীলঙ্কায় রাশমিকা! Dec 17, 2025
img

আইপিএল নিলাম

দল পাওয়া নিয়ে নাটকীয়তা, সুযোগ পেয়ে বললেন ‘নতুন জীবন পেলাম’ Dec 17, 2025
img
প্রাক্তন স্ত্রীর কাছে বড় অঙ্কের ক্ষতিপূরণ চাইলেন কুমার শানু Dec 17, 2025
img
‘রাজাকার’ বয়ানে হাসিনার পতন, আবারও এই ঘৃণা ছড়ানো হচ্ছে: হেফাজত Dec 17, 2025
img
নিজের বিচার সরাসরি সম্প্রচারের দাবি ইনুর Dec 17, 2025
img
আমার গানের গলার ক্রেডিট শাবনূরকেই দিতে চাই : কনকচাঁপা Dec 17, 2025
img
মঙ্গলবার রাত পর্যন্ত ট্রাভেল পাস চাননি তারেক রহমান Dec 17, 2025
img
চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই সরে দাঁড়ালেন পাকিস্তানের প্রধান কোচ Dec 17, 2025
img
দেশ-বিদেশ ঘুরতে প্রস্তুত বাঁধনের থ্রিলার ঘরানার সিনেমা ‘মাস্টার’ Dec 17, 2025
দেশের প্রথম স্বয়ংক্রিয় জ্বালানি বিপণন ডিপোর উদ্বোধন Dec 17, 2025
জোট নয়, আসন সমঝোতা: বদলাচ্ছে বিএনপির কৌশল Dec 17, 2025