সহজ জয়ে ২য় স্থানে অটুট রইল ম্যানচেস্টার সিটি

দিনের প্রথম ম্যাচে দারুণ জয়ে অ্যাস্টন ভিলা দ্বিতীয় স্থানে উঠলেও, তাদের সেখানে থাকতে দিল না ম্যানচেস্টার সিটি। পরের ম্যাচেই সান্ডারল্যান্ডের বিপক্ষে দাপুটে জয়ে আগের অবস্থানে ফিরল পেপ গুয়ার্দিওলার দল।

ইতিহাদ স্টেডিয়ামে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ৩-০ গোলে জিতেছে সিটি।

রুবেন দিয়াস দলকে এগিয়ে নেওয়ার পর, প্রথমার্ধেই ব্যবধান দ্বিগুণ করেন ইয়োশকো ভার্দিওল। দ্বিতীয়ার্ধে ব্যবধান আরও বাড়ান ফিল ফোডেন।

অ্যাস্টন ভিলার বিপক্ষে দিনের শুরুতে হেরে যাওয়া আর্সেনাল ১৫ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। দ্বিতীয় স্থানে ফেরা সিটির পয়েন্ট ৩১। আর ১ পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে নেমে গেছে ভিলা।

প্রথম ২০ মিনিটে চারটি লক্ষ্যভ্রষ্ট শটের পর, ৩১তম মিনিটে দূরপাল্লার শটে এগিয়ে যায় সিটি। ভাগ্যকেও পাশে পায় তারা। ডি-বক্সের বেশ খানিকটা দূর থেকে জোরাল শট নেন রুবেন দিয়াস, বল প্রতিপক্ষের ডিফেন্ডার ড্যানিয়েল ব্যালার্ডের গায়ে লেগে কিছুটা দিক পাল্টে জালে জড়ায়।

চার মিনিট পর আরেক সেন্টার-ব্যাকের নৈপুণ্যে ব্যবধান দ্বিগুণ হয় সিটির। ফিল ফোডেনের কর্নারে দূরের পোস্টে হেড করে গোলটি করেন ক্রোয়াট তারকা ভার্দিওল।
দ্বিতীয়ার্ধের প্রথম ১৫ মিনিটে আক্রমণ-পাল্টা আক্রমণে দুই দলই দারুণ কিছু সুযোগ তৈরি করে।



৫২তম মিনিটে সিটির সামনে দুর্ভাগ্য বাধা হয়ে দাঁড়ায়; জেরেমি ডোকুর কোনাকুনি শট গোলরক্ষক ফাঁকি দিলেও, দূরের পোস্টে লাগে। ফিরতি বল পেয়ে ফিল ফোডেনের শট রক্ষণে প্রতিহত হয়।

এরপরেই পাল্টা আক্রমণে উঠে দারুণ একটি সুযোগ তৈরি করে সান্ডারল্যান্ড; তবে ওয়ান-অন-ওয়ানে উইলসনের শট এগিয়ে গিয়ে রুখে দেন জানলুইজি দোন্নারুম্মা। পরের মিনিটে সুইস মিডফিল্ডার গ্রানিত জাকার শট পোস্টে লাগে।

৫৯তম মিনিটে গোল পেতে পারতেন আর্লিং হলান্ড। কিন্তু তার শট গোললাইনে প্রতিহত হয়। এর পাঁচ মিনিট পর ব্যবধান আরও বাড়িয়ে জয় প্রায় নিশ্চিত করে ফেলেন ফোডেন।
বের্নার্দোর সিলভার পাস ধরে রায়ান শের্কি ডি-বক্সে একজনকে কাটিয়ে, রাবোনো ক্রসে খুঁজে নেন ফোডেনকে আর সেখানে হেডে গোলটি করেন তিনি। বল ক্রসবারে লেগে জালে জড়ায়।
প্রিমিয়ার লিগে টানা তিন ম্যাচে জালের দেখা পেলেন ফোডেন। আগের দুই ম্যাচে দুটি করে গোল করেছিলেন ইংলিশ ফরোয়ার্ড।

এই গোলের একটু পরই হলান্ড এবং দুই গোলদাতা ফোডেন ও ভার্দিওলকে তুলে নেন কোচ। তাদের আক্রমণের ধারও এরপর কমে আসে, তবে তাদেরকে কোনোরকম ভাবনায় ফেলতে পারেনি সান্ডারল্যান্ড।

বরং যোগ করা সময়ে মাথেউস নুনেসকে বিপজ্জনক ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন সান্ডারল্যান্ডের লুক টেরি।

টিজে/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
একাত্তরের সঙ্গে চব্বিশের কোনো তুলনা চলে না: মির্জা আব্বাস Dec 16, 2025
img
শর্টকাট দিয়ে টেকসই গণতন্ত্র পাওয়া যায় না : তাসনিম জারা Dec 16, 2025
img
রাজধানীতে সেনাবাহিনীর অভিযানে আটক ১১ Dec 16, 2025
img
মহান বিজয় দিবসে দেশবাসীকে শুভেচ্ছা তারেক রহমানের Dec 16, 2025
img
প্রতিপক্ষ পেছন থেকে আঘাত করছে : রিজওয়ানা হাসান Dec 16, 2025
img
২ বছর পর ভারতীয় দলে শাহবাজ আহমেদ Dec 16, 2025
img
আজ বিজয় দিবস উপলক্ষ্যে ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল Dec 16, 2025
img
হাদি তোমার জন্য মনটা অস্থির হয়ে আছে : আসিফ আকবর Dec 16, 2025
img
ক্ষমা সব থেকে বড় গুণ: আমির খান Dec 16, 2025
আপনার সময় কি খারাপ যাচ্ছে? | ইসলামিক জ্ঞান Dec 16, 2025
img
মেক্সিকোয় বিমান বিধ্বস্ত, প্রাণ হারাল ৬ Dec 16, 2025
img
আওয়ামী লীগ ৫০ জন প্রার্থীকে হত্যা করবে : রাশেদ খান Dec 16, 2025
img
৮ গোলের থ্রিলার ম্যাচে ড্র নিয়ে মাঠ ছাড়ল ম্যান ইউ ও বোর্নমাউথ Dec 16, 2025
img
জামায়াতের যুব ম্যারাথনে লাখো নেতাকর্মীর ঢল Dec 16, 2025
img
বিজয় দিবস নিয়ে মোদির পোস্টে উল্লেখ নেই বাংলাদেশের নাম Dec 16, 2025
img
যে তথ্য দিলেন হাদির ঘটনায় গ্রেপ্তার হওয়া ফয়সালের স্ত্রী ও প্রেমিকা Dec 16, 2025
img
মিথ্যা ইতিহাস রচনা করে মূল্যায়ন করা হয়নি প্রকৃত মুক্তিযোদ্ধাদের: জামায়াত আমির Dec 16, 2025
img
মহান বিজয় দিবসে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানাল চীন Dec 16, 2025
img
রেস্তোরাঁ ‘বাস্তিয়ানের’ জন্য ফের আইনি জটিলতায় অভিনেত্রী শিল্পা শেট্টি Dec 16, 2025
img
আজ আবুধাবিতে অনুষ্ঠিত হবে আইপিএলের মিনি অকশন Dec 16, 2025