জাতিসংঘের মাদক ও অপরাধ দমন সংস্থার (ইউএনওডিসি) দক্ষিণ এশিয়া অঞ্চলের নবনিযুক্ত আঞ্চলিক প্রতিনিধি ক্রিস্টিয়ান হোলগে মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন–এর কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন। তিনি নিউ দিল্লিভিত্তিক আঞ্চলিক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন।
পরিচয়পত্র পেশের পর ক্রিস্টিয়ান হোলগে বাংলাদেশ ও ইউএনওডিসির চলমান সহযোগিতা তুলে ধরে মানবপাচার, মাদক চোরাচালান, দুর্নীতি, সন্ত্রাসবাদ ও অন্যান্য আন্তঃসীমান্ত সংগঠিত অপরাধ মোকাবিলায় সহযোগিতা জোরদারের পরিকল্পনা তুলে ধরেন। তিনি বাংলাদেশি অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে সক্ষমতা বৃদ্ধি, গুরুত্বপূর্ণ উদ্যোগ বাস্তবায়ন এবং আরও বিস্তৃত প্রভাব তৈরির আশা ব্যক্ত করেন।
নবনিযুক্ত আঞ্চলিক প্রতিনিধিকে স্বাগত জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ ও ইউএনওডিসির সহযোগিতা আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি আশা প্রকাশ করেন যে বাংলাদেশ ও ইউএনওডিসির মধ্যে প্রস্তাবিত সহযোগিতা কাঠামো (কর্পোরেশন ফ্রেমওয়ার্ক) ভবিষ্যতে বাস্তব ফল বয়ে আনবে। পাশাপাশি, ঢাকায় ইউএনওডিসির একটি কান্ট্রি অফিস স্থাপনের প্রয়োজনীয়তার কথাও তিনি উল্লেখ করেন।
রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে প্রত্যাবাসনের গুরুত্ব তুলে ধরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এর মাধ্যমে মাদক সংশ্লিষ্ট অপরাধসহ আঞ্চলিক সংগঠিত অপরাধ মোকাবিলার চ্যালেঞ্জগুলো আরও কার্যকরভাবে সমাধান সম্ভব হবে।
এবি/টিকে