নানা কারণে বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে ভারতের শহর দিল্লিও বায়ুদূষণের কবলে। বর্ষা শেষে শীত মৌসুম শুরু হতেই ভয়াবহ আকার ধারণ করেছে শহরটির বাযুদূষণ। বেশ কিছুদিন ধরে মেগাসিটি ঢাকার বাতাসও ‘অস্বাস্থ্যকর’ হিসেবে রয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ৭৩৮ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথমে ভারতের দিল্লি। বাতাসের একিউআই স্কোর ৩০১ থেকে ৪০০ পর্যন্ত ‘ঝুঁকিপূর্ণ’ বিবেচিত হয়। কিন্তু শহরটির স্কোর ৭০০ ছাড়িয়েছে। দেশটির আরেকটি শহর কলকাতা ১৯৬ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে।
এদিকে দূষিত শহরের তালিকায় ১০ নম্বরে রয়েছে মেগাসিটি ঢাকা। বাংলাদেশের এই শহরের একিউআই স্কোর ১৬৪। তবে এই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।
৩০৭ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে পাকিস্তানের লাহোর। এই শহরের বাতাসও ‘ঝুঁকিপূর্ণ’। দেশটির আরেকটি শহর করাচি ২০৬ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে।
কুয়েত সিটির বাতাসও অস্বাস্থ্যকর। কারণ শহরটি ২৫৫ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে। ১৯৩ স্কোর নিয়ে ষষ্ঠ অবস্থানে ভিয়েতনামের হেনোয়, ১৭৮ স্কোর নিয়ে সপ্তম স্থানে দেশটির আরেকটি শহর হো চি মিন।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
কেএন/টিকে