টানা পাঁচ দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহে কাবু পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাসিন্দারা। হিমালয় থেকে বয়ে আসা ঠান্ডা কনকনে বাতাস ও কুয়াশায় বিপর্যস্ত এখানকার জনজীবন।
সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ১০০ শতাংশ ছিল।
এর আগের দিন তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। তবে রাতের তাপমাত্রা কমলেও বেড়েছে দিনের (সর্বোচ্চ) তাপমাত্রা। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৬ দশমিক ৮ ডিগ্রি।
অন্যদিকে, শীতের তীব্রতা বাড়ায় হাসপাতালগুলোর বহির্বিভাগে প্রতিদিন শীতজনিত রোগীর ভিড় থাকছেই। হাসপাতালে প্রতিদিন রোগীরা চিকিৎসা নিচ্ছেন। এদের বেশির ভাগই শিশু ও বৃদ্ধ। যারা বেশি অসুস্থ হয়ে পড়ছেন তারাই কেবল হাসপাতালে ভর্তি হচ্ছেন।
তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, তেঁতুলিয়া এবং এর আশপাশের এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। এই আবহাওয়া পরিস্থিতি আরও ২/৩ দিন থাকতে পারে। সোমবার সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
তিনি আরও বলেন, বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ১০০ শতাংশ। গত পাঁচ দিন ধরে এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যায় তবে দিনের তাপমাত্রা বেড়ে রেকর্ড করা হয় ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
কেএন/টিকে