ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে ভোট দিতে ভারত থেকে ১৫৫ জন প্রবাসী বাংলাদেশি নিবন্ধন করেছেন।
সোমবার (১৫ ডিসেম্বর) রাতে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েব সাইট (https://portal.ocv.gov.bd/report/by-country) থেকে বিষয়টি জানা গেছে।
এখন পর্যন্ত মোট নিবন্ধন করেছেন ৪ লাখ ১৯ হাজার ৯৫৯ জন। এরমধ্যে সৌদি আরব থেকে নিবন্ধন করেছেন ১ লাখ ৯ হাজার ১১৩ জন, কাতারে ৩৭ হাজার ৪৯৯ জন, মালেশিয়ায় ২৭ হাজার ৭২৫ জন, ওমান থেকে ২৩ হাজার ৫৭৯ জন, সংযুক্ত আরব আমিরাতে ২২ হাজার ৬২৩ জন, যুক্তরাষ্ট্র থেকে নিবন্ধন করেছেন ২২ হাজার ৫০ জন আর ভারত থেকে ভোট দিতে নিবন্ধন করেছেন ১৫৫ জন। এছাড়া অন্যান্য দেশ থেকেও অনেকে নিবন্ধন করেছেন, যা প্রতি মুহূর্তে বাড়ছে।
আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত ভোটের কাজে নিয়োজিত সরকারি কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যসহ সব কর্মকর্তা-কর্মচারী ও আইনি হেফাজতে থাকা ব্যক্তিরাও নিবন্ধন করতে পারবেন।
অ্যাপে নিবন্ধনকারীদের ঠিকানায় পোস্টাল ব্যালট ডাকযোগে পাঠিয়ে দেবে ইসি। ভোটাররা ভোট দিয়ে ফিরতি খামে তা আবার রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।
ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, ভোটগ্রহণ হবে আগামী ১২ ফেব্রুয়ারি।
আরপি/টিকে